Viral news: ‘প্রাক্তন প্রেমিককে ক্যাশ অন ডেলিভারিতে খাবার পাঠানো বন্ধ করুন’! মহিলাকে ধমকালো অ্যাপ

অনলাইন খাবার ডেলিভারি এখন বেশ জনপ্রিয়। কাজের ব্যস্ততার ফাঁকে অনেকেই অনলাইনে খাবার অর্ডার দিয়ে আনিয়ে নেন। এতে অনেকটা সময় বাঁচে। খাবার খেয়ে পেটও ভরে। তবে কেউ কেউ এই অনলাইন অ্যাপ নিয়েই অদ্ভুত ফন্দি আঁটেন। যার জেরে সংস্থাকে ঝামেলায় পোহাতে হয়। সম্প্রতি তেমনই একটি ঘটনা ভাইরাল হয়েছে টুইটারে।

(আরও পড়ুন: বর্ষায় এমনিতেই টমেটো এড়িয়ে যাওয়া উচিত বলছে আয়ুর্বেদ)

জোম্যাটো সংস্থার তরফে একটি পোস্টে অভিযোগ করা হয়েছে, মধ্যপ্রদেশের ভোপালের এক তরুণীর বিরুদ্ধে। ওই পোস্টে বলা হয়েছে, ভোপালের বাসিন্দা অঙ্কিতা বারবার তাঁর প্রাক্তন প্রেমিকের ঠিকানায় খাবার অর্ডার দেন। আর সেই অর্ডার দেন ‘ক্যাশ অন ডেলিভারি’তে। অর্থাৎ, খাবার এসে পৌঁছালে যে খাবার নেবে, সে দাম দিয়ে দেবে। নিজের বাড়িতে বসে প্রেমিকের ঠিকানায় এভাবেই খাবার পাঠান অঙ্কিতা। স্পষ্টতই প্রেমিককে জব্দ করতেই এই ফন্দি। সে কথাই এই দিন জোম্যাটোর পোস্টে উঠে আসে। জোম্যাটোর তরফে পোস্টে বলা হয়েছে, এই কাজ করা বন্ধ করুন। কারণ আপনার প্রাক্তন মোটেই টাকা দিতে চান না। টাকা না পেলে ডেলিভারি বয়কে ফিরে আসতে খাবার নিয়ে। এমনকী সংস্থারও এতে ক্ষতি হয়।

(আরও পড়ুন: ৫৫ ফুটের নেতাজি এঁকে ইন্ডিয়ান রেকর্ডসে নাম! কতটা কঠিন ছিল? জানালেন শিল্পী তারক)

পোস্টটি করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়। অনেকে পোস্টটি শেয়ার করেন। এমনকী লাইক ও কমেন্ট করে নিজের মতও জানান। প্রথম মন্তব্যেই অবশ্য একজন একটি স্টিকার পোস্ট করে বুঝিয়ে দেন, এতে অঙ্কিতার কাঁচকলা। সে মোটেই আপনাদের পোস্টকে পাত্তা দিচ্ছে না। অন্য একজন অবশ্য জোম্যাটোর অভিযোগকে গুরুত্ব দেন। কিন্তু হালকা রসিকতার ছলেই বলেন, ‘এই কারণেই আপনাদের খাবারের পাশাপাশি চড় ডেলিভারি দেওয়া উচিত।’ অর্থাৎ অঙ্কিতা চড় মারার অর্ডার দিলে জোম্যাটোর ডেলিভারি বয় গিয়ে চড় মেরে আসবে!

তবে সবাই যে এই পোস্টকে সমান গুরুত্ব দিয়ে দেখেছেন তেমনটাও নয়। কেউ কেউ দাবি করেন, এগুলি সংস্থার পাবলিসিটি করার কায়দা। যা প্রায়ই এরা করে থাকে। তবে এমন আজব কাজের ফলে যে কেউ কেউ সমস্যায় পড়েছেন, সে কথাও এই পোস্টের কমেন্টে দেখা যায়। এক নেটিজন বলেন, একদিন এমনটা তার সঙ্গেও হয়েছিল। রীতিমতো তাঁর অফিসে খাবার দিয়েছিল অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তি। ফলে অফিসে সবার সামনে অপ্রস্তুতেও পড়তে হয় তাঁকে।