World Cup 2023: ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের প্রবল দাবিদার ভারত? কী বলছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক?

<p style="text-align: justify;"><strong>লন্ডন:</strong> বছরের শেষের দিকে দেশের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের আসর। ২০১১ সালের পর ফের ভারতে বিশ্বকাপ। ১২ বছর আগের সেই টুর্নামেন্টে খেতাব জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির দল। এরপর ২ বারই স্বপ্নভঙ্গ হয়েছে। এবার ফের সুবর্ণ সুযোগ রয়েছে <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a> শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার সামনে। ভারতই কি হট ফেভারিট টুর্নামেন্টের জেতার জন্য? বিশ্বকাপজয়ী প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক অইন মর্গ্যান অন্তত মনে করেন ভারতই এগিয়ে থাকবে বিশ্বকাপ জয়ের দৌড়ে। তবে তিনি মনে করেন বিরাটদের বেগ দিতে পারে ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মত দলগুলোও।&nbsp;</p>
<p style="text-align: justify;">২০১৯ বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ইংল্যান্ডের মাটিতে। সেই টুর্নামেন্টে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে খেতাব জিতে নেয় ব্রিটিশরা। মর্গ্যানের নেতৃত্বেই প্রথমবার বিশ্বকাপ ঘরে তোলে ইংল্যান্ড ক্রিকেট দল। মর্গ্যান বলছেন, ”ভারতীয় দল দুর্দান্ত ক্রিকেট খেলছে। আমার বিশ্বাস বিশ্বকাপেও ওরাই অন্যতম ফেভারিট দল। ঘরের মাঠে এমনিও ওদের হারানো বেশ শক্ত। ভারতকে চ্যালেঞ্জ করার জন্য আরও কয়েকটি দুর্দান্ত দল রয়েছে। গ্যালারিতে অসংখ্য সমর্থকরা ভারতের হয়ে গলা ফাটাবে। হােম অ্যাডভান্টেজ তো রয়েইছে। তবে ভারতকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ইংল্যান্ড।”</p>
<p style="text-align: justify;">ভারতীয় দলে বিশ্বকাপের জন্য যশপ্রীত বুমরার উপস্থিতি দলের ভারসাম্য বাড়াবে বলে মনে করেন মর্গ্যান। প্রাক্তন এই ইংরেজ ব্যাটার আরও বলেন, ”বুমরা <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের গুরুত্বপূর্ণ বোলার। ওর দলে থাকাটা খুব দরকার। বিশ্বের অন্যতম সেরা বোলার। ২ দিকেই স্যুইং করাতে পারে বুমরা। এছাড়াও গতি রয়েছে। নিখুঁত ইয়র্কার দেওয়ার ক্ষমতা রয়েছে বুমরার। যে কোনও ব্য়াটিং লাইন আপে ভাঙন ধরানোর জন্য যথেষ্ট ও।”</p>
<p style="text-align: justify;"><strong>ক্ষুব্ধ হার্দিক পাণ্ড্য</strong></p>
<p>ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টানা ১৩ ওয়ান ডে সিরিজ জয়। তবু মেজাজ ঠিক নেই&nbsp;<a title="হার্দিক পাণ্ড্য" href="https://bengali.abplive.com/topic/hardik-pandya" data-type="interlinkingkeywords">হার্দিক পাণ্ড্য</a>র। ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করলেন বঢোদরার অলরাউন্ডার।</p>
<p>ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড ভারতীয় দলের আপ্যায়নে ন্যূনতম ব্যবস্থাও করেনি, অভিযোগ হার্দিকের। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ়ের মাঠ বিশ্বের অন্যতম সেরা মাঠ ছিল। আশা করি পরের বার পরিস্থিতি খানিকটা বদলাবে। যাতায়াত থেকে শুরু করে অন্যান্য পরিষেবার ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ আশা করি হেঁচকি তুলবে না। আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ডের মাথায় রাখা উচিত যে, যখন কোনও দল এ দেশে সফরে আসে… আমরা কোনও বিলাসিতা চাইছি না। কিন্তু ন্যূনতম ব্যাপারগুলো যেন দেখা হয়।'</p>