গোয়া থেকে কুকুরছানা নিয়ে ফিরলেন রাহুল, করিনা বা জেলেনেস্কি সবারই প্রিয় এই জাত, নামটা জানেন?

জি ডিসুজা

ব্যক্তিগত সফরে গোয়া গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর সবথেকে অবাক করা বিষয় হল তিনি একটি কুকুরছানা নিয়ে ঘরে ফিরছেন। সারমেয়প্রেমী রাহুল গান্ধী। এবার তিনি প্রিয় কুকুর নিলেন গোয়া থেকে। জ্যাক রাসেল টেরিয়ার।( Jack Russell Terrier)। একেবারে পুচকে কুকুর। কিন্তু সারমেয় সমাজে বেশ কদর আছে এই জাতটির। কেন জানেন ? বলা হয় এই প্রজাতির কুকুর বেশ বুদ্ধিমান হয়। ঠিকঠাক প্রশিক্ষণ পেলে স্নিফার ডগ হওয়ার ক্ষমতাও রাখে। আর তার সঙ্গে সবথেকে বড় কথা হল বাঁচে অনেকদিন। 

হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলেছেন গোয়ার ওই সারমেয় প্রতিপালক। শ্রাবণী পিত্রে ও তাঁর স্বামী জানিয়েছেন রাহুল গান্ধীর অফিস থেকে ফোন করে জানানো হয়েছিল, এই ধরনের কুকুর তাদের কাছে আছে কি না। আর সেকথা শুনে অবাক হয়ে যান তাঁরা। পিত্রে জানিয়েছেন, রাহুল গান্ধী একেবারে অতি সাধারণ মাটির মানুষ। তিনি একেবারে বন্ধুর মতো আমাদের সঙ্গে কথা বললেন। 

উত্তর গোয়ার মাপুসাতে ওই পরিবার থাকেন। ওই পরিবারই প্রথম এই ধরনের কুকুরের জাতের কথা গোটা দেশকে জানিয়েছিলেন। পিত্রে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, খুব শক্তপোক্ত কুকুর। চোখের দৃষ্টি খুব ভালো। অনেক বছর বাঁচে।  তিনি জানিয়েছেন সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট একটি কুকুরকে মেডেল পরিয়েছিলেন। সেই কুকুরের জাতই হল এটি। এই জাতের কুুকুর মাইন খুঁজে বের করতে সহায়তা করছে ইউক্রেনের সেনাকে। রাশিয়া কোথাও মাইন পুঁতে রেখেছে কি না সেটা একেবারে নিঁখুতভাবে চিহ্নিত করে দিয়েছে এই বিশেষ প্রজাতির কুকুরটি। সেকারণেই ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে অত্যন্ত প্রিয় এই জাত। 

এর আগে আজিত প্রেমজি, করিনা কাপুরের কাছেও এই কুকুর গিয়েছিল। এবার রাহুল গান্ধীর কাছেও থাকবে এই কুকুর। 

বুধবার রাতে গোয়ায় এসেছিলেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকালে ফিরে যান তিনি। দুটি কুকুরের মধ্য়ে একটি তাঁর সঙ্গে গিয়েছে। কারণ ফ্লাইটে একসঙ্গে দুটি কুকুর যেতে পারবে না তাঁর সঙ্গে। রাহুল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গেও কিছু আলোচনা করেছেন। তবে রাহুলের পুচকে কুকুর নিয়েই বেশি চর্চা গোয়াতে।