Partha Chatterjee: পায়ে বার বার কুড়ুল মেরেছেন নিজেই, প্রভাবশালী তত্ত্বে আবার খারিজ পার্থর জামিন

ইডির প্রভাবশালী তত্ত্বে ফের খারিজ হয়ে গেল তৃণমূলের বহিষ্কৃত মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন। বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় বিশেষ আদালত। আদালতে পার্থকে প্রভাবশালী প্রমাণ করতে মূলত ৫টি যুক্তি তুলে ধরেছিলেন ইডির আইনজীবীরা। আর তাতেই শিলমোহর দিল আদালত।

পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি হয়েছিল আগেই। দিল্লি থেকে নামজাদা আইনজীবী এসে পার্থর হয়ে সওয়ালও করেছিলেন কিন্তু। বৃহস্পতিবার মামলার রায় বেরোলে দেখা যায় সে সবই জলে গেছে। স্বীকৃতি পেয়েছে ইডির প্রভাবশালী তত্ত্ব।

ইডির তরফে আদালতে সওয়াল করে জানানো হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী। তিনি মুক্তি পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। এমনকী সাক্ষ্যপ্রমাণ নষ্ট করতে পারেন। ইডির আইনজীবী আদালতে বলেন, পার্থ চট্টোপাধ্যায়কে যে রাতে গ্রেফতার করা হয় সেরাতে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন তিনি। এমনকী গ্রেফতারনামায় নিজেকে মুখ্যমন্ত্রীর আত্মীয় বলে দাবি করেন তিনি। এখানেই শেষ নয়, গ্রেফতারির পর প্রভাব বিস্তার করে SSKM-এ নিজের স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট বিকৃত করান। গ্রেফতারির পর ৮ মাস জেলে আংটি পরে ঘুরে বেড়িয়েছেন তিনি। যা সম্পূর্ণ নিষিদ্ধ। আদালতে পেশের সময় এই মামলায় অন্য অভিযুক্তদের পুলিশ প্রিজন ভ্যানে নিয়ে এলেও পার্থ চট্টোপাধ্যায়ের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করা হয়।

গত বছর ২৩ জুলাই সকালে পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে ইডি। তার আগের সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় অর্পিতা মুখোপাধ্যায়ের নামে কেনা ফ্ল্যাট থেকে মোটা টাকা উদ্ধার করে ইডি।