দক্ষিণ দিনাজপুরে রেলের বহু প্রকল্প বাস্তবায়নের দাবিতে রেলমন্ত্রীর দরবারে সুকান্ত

উত্তর দিনাজপুর জেলায় একাধিক রুটে নতুন রেল পরিষেবা চালুর পাশাপাশি একগুচ্ছ দাবি জানালেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বর্তমানে সংসদে বাদল অধিবেশন চলছে। সেই সূত্রে দিল্লিতে রয়েছেন সুকান্ত মজুমদার। তাই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে কাছে পেয়ে তিনি একাধিক রেল প্রকল্পের বাস্তবায়নের পাশাপাশি নতুন রেল পরিষেবা চালুর দাবি জানিয়েছেন। এর জন্য আলোচনার পাশাপাশি রেলমন্ত্রীর।কাছে একটি দাবিপত্র তুলে দেন বিজেপি সাংসদ। প্রসঙ্গত, আগামী বছর রাজ্যে লোকসভা নির্বাচন। তাই উন্নয়নকে পাখির চোখ করেই বিজেপি এগোতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল। 

বাংলা খবর: NDA বৈঠকে আলোচিত ‘তৃণমূলের দুর্নীতি’, বাংলা নিয়ে সুকান্তদের কী বার্তা মোদীর?

সাধারণত বাংলা থেকে বহু মানুষ চিকিৎসার জন্য ভেলোরে গিয়ে থাকেন। তবে বালুরঘাট থেকে ভেলোরের কাটপাটি স্টেশন পর্যন্ত সেই অর্থে ট্রেন নেই। ফলে সেখনাকার মানুষকে সমস্যায় পড়তে হয়। এই অবস্থায় বালুরঘাট থেকে কাটপাটি (ভেলোর) পর্যন্ত একটি নতুন ট্রেন চালুর দাবি জানিয়েছেন সুকান্ত। এছাড়াও, বালুরঘাট রেল স্টেশনকে অমৃতভারত প্রকল্পের আওতায় এনে স্টেশনকে আপগ্রেড করার দাবি জানিয়েছেন। সুকান্তের দাবি পত্রের মধ্যে রয়েছে, গাজোল–গুঞ্জরিয়া ভায়া ইটাহার পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করার প্রকল্পটি। ওই প্রকল্প যাতে দ্রুত অনুমোদন করা হয় সেবিষয়ে রেল মন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন সুকান্ত মজুমদার। পাশাপাশি প্রস্তাবিত বুনিয়াদপুর–কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণের কাজে দ্রুত জমি অধিগ্রহণ করে রেলপথ নির্মাণের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে, বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত একটি নতুন ট্রেন চালানোর দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এছাড়াও, সুকান্তর দাবি পত্রের মধ্যে রয়েছে কোচবিহার থেকে দেওঘর ভায়া মালদা পর্যন্ত একটি নতুন ট্রেন চালু করার কথা। এই সমস্ত দাবি পত্র নিয়ে বুধবার রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার। 

এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘রেলমন্ত্রীর সঙ্গে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন রেল প্রকল্প এবং নতুন রেলপথ নিয়ে ১৫ থেকে ১৬ মিনিট আলোচনা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন জেলায় রেলের উন্নতির জন্য যা যা করা দরকার সে বিষয়ে সব রকম ভাবে সহযোগিতা করা হবে।’  সুকান্ত মজুমদারের এই উদ্যোগে খুশি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারা। তাঁদের বক্তব্য, এই সমস্ত রেল প্রকল্প দ্রুত বাস্তবায়ন হলে দক্ষিণ দিনাজপুরের মানুষ খুবই উপকৃত হবেন।