Bihar Caste Census: বিহারের জাতিগত জনগণনা আবার ঝুলে গেল সুপ্রিম কোর্টে, পাটনা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ

বিহারের জাতিগত জনগণনার বিষয়টি ফের গেল সুপ্রিম কোর্টে। এনিয়ে দেশের শীর্ষ আদালতে ফের আবেদন করা হয়েছে। গত ১ অগস্ট পাটনা হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছিল। সেখানে মূলত এই কাস্ট সেনসাসকে বহাল রেখেছিল আদালত।এই জাতিগত জনগণনার বিরুদ্ধে যে পিটিশন জমা করা হয়েছিল আগে সেগুলিকেও বাতিল করে দিয়েছিল আদালত। তবে এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে।

তবে নীতীশ কুমার সরকার অবশ্য সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে। সেখানে বলা হচ্ছে, তাদের অবস্থানের বিষয়টি না জেনে যেন সুপ্রিম কোর্ট এনিয়ে কোনও নির্দেশ না দেয়।

সূত্রের খবর, অখিলেশ কুমার পাটনা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তবে আগের দিনই সুপ্রিম কোর্টে এনিয়ে ক্যাভিয়েট দাখিল করেছিল বিহারের নীতীশ কুমার সরকার। সেখানে বলা হয়েছিল সুপ্রিম কোর্টে যদি এই কাস্ট সেনসাসকে চ্যালেঞ্জ জানিয়ে ,এটাকে বন্ধ করার জন্য কোনও আবেদন জমা পড়ে তবে সরকারের অবস্থান না জেনে যেন সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ না দেয়। সেই আবেদন করা হয়েছিল। আর তার পরের দিনই পাটনা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে।

তবে এবার সুপ্রিম কোর্ট কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। তবে পাটনা হাইকোর্ট অবশ্য় এই জাতিগত জনগণনাতে সবুজ সংকেত দিয়েছিল। কার্যত বিহার সরকারের সিদ্ধান্তের পক্ষেই রায় দিয়েছিল পাটনা হাইকোর্ট। তবে হাইকোর্টের এই নির্দেশের পরে আবার নতুন করে কাস্ট সেনসাসের প্রক্রিয়া শুরু হয়েছে বিহারে। তবে এবার ফের আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে।