পদের মান ডোবাচ্ছেন সরকারি আইনজীবীরা: টিএস শিবজ্ঞানম

হাইকোর্টে বিভিন্ন মামলায় সরকারি আইনজীবীদের অনুপস্থিতি কোনও নতুন ঘটনা নয়। এই নিয়ে বার বার বিরক্তি প্রকাশ করেছেন বিচারপতিরা। আইনজীবীদের তাঁদের দায়িত্ব স্মরণ করিয়েছেন তাঁরা। কিন্তু এবার সরকারেরই করা মামলায় সরকারি আইনজীবীর অনুপস্থিতিতে বিরক্তি প্রকাশ করলেন খোদ হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এমনকী এভাবে সরকারি আইনজীবীরা পদের গরিমা নষ্ট করছেন বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার কলকাতা হাইকোর্টে IIT খড়্গপুরের ছাত্র ফয়জান আহমেদের মৃত্যুরহস্যের তদন্ত সংক্রান্ত মামলাটি ওঠে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলাটি ২০ দিন ধরে শুনানির জন্য অপেক্ষায় ছিল। অবশেষে বুধবার সময় দেন প্রধান বিচারপতি। কিন্তু সেই মামলায় গরহাজির ছিলেন সরকারি আইনজীবী। মামলাটির শুনানি শুরু হতেই রাজ্যের তরফে এক আইনজীবী বলেন, এই মামলায় সওয়াল করবেন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল সম্রাট সেন। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি বুধবার আদালতে আসতে পারেননি। তাই মামলাটির শুনানি যেন মুলতুবি রাখা হয়।

সরকারের করা মামলায় সরকারি আইনজীবী গরহাজির শুনে ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। তিনি বলেন, দিনের পর দিন এটা চলতে পারে না। বারবার এই ভাবে সময় বরাদ্দ করবে না হাইকোর্ট। এভাবে পদের গরিমা নষ্ট করছেন সরকারি আইনজীবীরা।

সরকারি আইনজীবীদের এই প্রবণতায় বিরক্ত সরকারি আমলাদের একাংশও। তাদের মতে, সরকারি আইনজীবীরা ব্যক্তিগত মামলা লড়তে অন্যান্য আদালতে যাচ্ছেন। ফলে হাইকোর্টে মামলা লড়ার লোক থাকছে না। আর সেজন্য ভর্ৎসনার মুখে পড়তে হচ্ছে তাঁদের। কিন্তু রাজনৈতিক প্রশ্রয় থাকায় সরকারি আইনজীবীদের কিছু বলতেও পারছেন না আমলারা।