বেকারদের চাকরি হোক চান না মমতা, সেই টাকা ভাগ করে দিয়ে ভোট কিনতে চান: শুভেন্দু

রাজ্যে বেকারদের চাকরি হোক তা চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিক বৈঠকে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দুবাবু বলেন, একজনকে চাকরি দেওয়ার বদলে সেই টাকা ৫০ জনের মধ্যে ভাগ করে দিয়ে ভোট কিনতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনি মহার্ঘ্য ভাতা দিচ্ছেন না। আপনি ৬ লক্ষ স্থায়ী পদ অবলুপ্ত করিয়েছেন পশ্চিমবঙ্গে। তার বদলে ৩০ হাজার চুক্তিভিত্তিক কর্মী ঢুকিয়েছেন। ৩০ লক্ষ পদ খালি। পূরণ করছেন না কেন?

মমতা ব্যানার্জি চাকরি হোক চায় না। কারণ একটা চাকরি দিলে তাকে অন্তত ২৫ হাজার টাকা বেতন দিতে হবে। মমতা ব্যানার্জি ভাবেন, ২৫ হাজার টাকা একটা পরিবারকে দিলে বড়জোর তার ৩ – ৪টি ভোট পাব। বরং ওই ৫০০ টাকা করে আমি ৫০ জনকে ওই ২৫ হাজার টাকা দেব। তাহলে ২০০ ভোট পাব’।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘অনেক চেষ্টা করেও চাকরির দাবিতে আন্দোলনকারীদের দমাতে পারছেন না মুখ্যমন্ত্রী। সবাই বসে আছেন। তাদের কারও কাছে কোনও দলীয় পতাকা নেই। হকের জন্য লড়ছেন তাঁরা।’