Abhishek Banerjee: নিয়োগ মামলায় শুক্রবার পর্যন্ত রক্ষাকবচ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, একদিনের স্বস্তি!

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মৌখিকভাবে রক্ষাকবচ ছিল। তবে এই দিন বিকেলেই তাঁর আবেদনের শুনানি হয়। সেখানে কলকাতা হাইকোর্ট তার রক্ষাকবচ একদিন বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ কাল শুক্রবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষাকবচ থাকবে। রক্ষাকবচের মেয়াদ কার্যত একদিন বৃদ্ধি করা হয়েছে। প্রসঙ্গত বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে এফআইআর হয়েছিল। এদিকে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, তাঁর মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনভাবেই এই নিয়োগ মামলায় অভিযুক্ত নন। গত এক বছর ধরে মামলার তদন্ত হচ্ছে। কিন্তু তাঁর নাম কখনোই উঠে আসেনি। তবে ইডির আইনজীবীর দাবি, আগে ওঠেনি বলে পরে উঠবে না এমন কীভাবে হয়!

এদিকে অভিষেকের আইনজীবী জানিয়েছেন, তদন্তকারী আধিকারিকদের সঙ্গে তিনি পূর্ণ সহযোগিতা করছেন। যথাসময়ে তিনি হাজিরাও দিয়েছেন। এরপরই তিনি রক্ষাকবচের আবেদন জানান। পাশাপাশি এই মামলা থেকে রেহাই দেওয়ার জন্য তিনি আবেদন করেছেন। তবে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিষ্কার জানিয়ে দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার পর্যন্ত রক্ষাকবচ পাবেন।

সে ক্ষেত্রে কিছুটা হলেও,অন্তত কিছু সময়ের জন্য স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে শুক্রবার ফের মামলাটি শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে শুক্রবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষাকবচটি বহাল থাকছে।

এদিকে এর আগে বহিষ্কৃত তৃণমূল যুবনেতা তথা নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত কুন্তল ঘোষ দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে। আদালতে যাতায়াতের পথে তিনি সরাসরি সংবাদ মাধ্যমের কাছে এনিয়ে অভিযোগ করেছিলেন।

এদিকে নিয়োগ মামলায় কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণের ভদ্রের বিরুদ্ধেই যে চার্জশিট দেওয়া হয়েছে সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে।। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে যাচ্ছে নিয়োগ মামলার সঙ্গে। তবে আপাতত কিছুক্ষণের জন্য স্বস্তি। রক্ষা কবচ মিলেছে তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।