Bangladesh: কমল ঝক্কি! চালু হল বাংলাদেশ যাওয়ার জন্য অনলাইনে ইমিগ্রেশন স্লট বুকিং

বাংলাদেশে যাওয়া এখন আরও সহজ হল। বৃহস্পতিবার পেট্রাপোলে আনুষ্ঠানিক ভাবে চালু হল এক নতুন ওয়েবসাইট। যার মাধ্যমে যাত্রী বাংলাদেশ যাওয়ার জন্য অনলাইনে ইমিগ্রেশনের স্লট বুক করতে পারবেন। ল্যান্ডফোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্র এই নতুন ওয়েবসাইটটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজার কমলেশ সাইনি।

পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, যাঁরা ভারত থেকে বাংলাদেশে যেতে চান, তারা এই ওয়েবসাইটের মাধ্যমে ইমিগ্রেশন স্লট বুকিং করতে পারবেন। বুকিং-এর সঙ্গে সঙ্গে যাত্রীকে একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে। এই রেজিস্ট্রেশন নম্বর নিয়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় বন্দরের অভিবাসন কাউন্টারে যোগাযোগ করতে হবে। সেখানে নথিপত্র পরীক্ষার পর যাত্রী সরাসরি অভি৮বাসন দফতরে যেতে পারবেন।

(পড়তে পারেন। মমতা বলে গিয়েছিলেন ১৪ বছর আগে, অবশেষে রেলপথ তৈরি হতে চলেছে নন্দীগ্রামে)

বন্দরের ম্যানেজার কমলেশ সাইনি জানান আগামী দিনে অ্যাপও আনা হবে। তিনি বলেন,’আজ থেকে ওয়েব সাইটের মাধ্যমে স্লট বুকিং করা যাবে। খুব শীঘ্রই আমরা অ্যাপ আনছি। যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য এই ব্যবস্থা চালু করা হল।’

পেট্রাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের এই উদ্যোগে যাত্রীরাও বেশ খুশি। তাঁদের মতে এর ফলে দুর্ভোগ অনেকটাই কমবে। এর আগে বাংলাদেশ যেতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হত। গরমে অনেকে অসুস্থও হয়ে পড়তেন। এখন থেকে অনলাইনে স্লট বুকিং করে সরাসরি নির্দিষ্ট সময় অভিবাসন দফতরে যেতে পারবেন।