Bangladeshi citizen: অবৈধভাবে ভারতে প্রবেশ, ধর্ষণ মামলায় মুম্বই থেকে গ্রেফতার ৯ বাংলাদেশি

বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৯ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল মহারাষ্ট্র অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (এটিএস)। মুম্বই এবং নবি মুম্বইয়ের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই ৯ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, তারা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। শুধু অবৈধভাবে ভারতে থাকাই নয়, ধৃতদের মধ্যে দুজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা ছিল বলে জানা গিয়েছে। ২০২২ সালে নবি মুম্বইয়ের নেরুল থানায় ওই ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছিল। তাদের মুম্বাইয়ের শহরতলি থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: প্রেমের টানে ভারতে অনুপ্রবেশ, নেপালে পাচারের আগে পালালেও জেলে বাংলাদেশি তরুণী

গত কয়েকদিন ধরেই একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে এটিএস। মূলত অবৈধভাবে এদেশে থাকা ভিন দেশের নাগরিকদের বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে। ধৃতদের কাছ থেকে ভুয়ো নথি উদ্ধার হয়েছে। গত ২৬ জুলাই নবি মুম্বইয়ের নেরুল এলাকায় একটি অভিযান চালায় এটিএস। সেখানে একজন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করা হয়। ২০০৯ সালে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের একটি মামলায় ওই মহিলা ওয়ান্টেড ছিলেন বলে জানা গিয়েছে। অন্য একটি অভিযানে, মধ্য মুম্বই থেকে প্রতিবেশী দেশের দুই নাগরিককে আটক করা হয়েছে। পরের দিন মহানগরের বাইকুল্লায় আরও একটি অভিযান চালিয়ে চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে এটিএস। মুম্বইয়ে বহু বাংলাদেশি অবৈধভাবে রয়েছে বলে খবর পায় এটিএস। তারপরেই সেই সূত্র ধরে বিভিন্ন জায়গায় অভিযান চালায় এটিএস। আপাতত এই অভিযান চলবে বলে এটিএস সূত্রে জানা গিয়েছে।

এদিকে, গত মাসে পুনে থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে দু জনকে। সেই সংক্রান্ত মামলার তদন্ত করছে এটিএস। ধৃতদের মধ্যে জুলফিকার আলি বারোদাওয়ালাকে হেফাজতে নিয়েছে এই তদন্তকারী সংস্থা। বারোদাওয়ালাকে মঙ্গলবার তাকে পুনের আদালতে পেশ করানো হলে তার এটিএস হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

এতদিন বারোদাওয়াল বিচারবিভাগীয় হেফাজতে ছিল। পরে এটিএস তাকে হেফাজতে নেয়। তাকে পুনের একটি বিশেষ আদালতে পেশ করা হয়। সেখানে তাকে১১ অগাস্ট পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। তাকে এটিএস হেফাজতে চাওয়ার সময় সরকারি আইনজীবী আদালতকে জানান, অন্যান্য জঙ্গিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। এছাড়াও, এটিএস ইতিমধ্যেই একটি জায়গা থেকে বোমা তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। তার সঙ্গে ওই অভিযুক্ত যুক্ত ছিল বলে দাবি এটিএসের।