Indian Cricket Team: Virat Kohli Shares Insight On His Relationship With Mahendra Singh Dhoni

নয়াদিল্লি: বিশ্বের সর্বকালের সেরা ব্যাটারদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। সেই বিরাট কোহলি (Virat Kohli) বাইশ গজে ব্যাট হাতে দোসর হিসাবে কাকে পছন্দ করেন?

এক সাক্ষাৎকারে কোহলি বলেছেন, ‘টেস্টে জিঙ্কসের (দলে অজিঙ্ক রাহানের ডাকনাম) সঙ্গে ব্যাটিং উপভোগ করি। আমাদের বেশ কিছু ভাল পার্টনারশিপ গড়ার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ক্রিস গেল ও এ বি ডিভিলিয়ার্সের সঙ্গে আমার দুরন্ত কিছু পার্টনারশিপ রয়েছে। আইপিএলে। দুজনই অসামান্য ক্রিকেটার। আমাদের মধ্যে বোঝাপড়া দুর্দান্ত। মাঠের বাইরেও ওরা দারুণ।’

ভারতের জার্সিতে ওয়ান ডে ক্রিকেটে সেরা ব্যাটিং সঙ্গী কে? কোহলি বলেছেন, ‘রোহিতের সঙ্গে দারুণ কিছু পার্টনারশিপ রয়েছে। শিখরের সঙ্গেও। এমএসের (মহেন্দ্র সিংহ ধোনি) সঙ্গে আমার বোঝাপড়া দুর্দান্ত। এমএস যদি কখনও রান নেওয়ার সময় বলত টু… আমি চোখ বন্ধ করে দৌড়তাম কারণ জানতাম, ওর বিচারবুদ্ধি এত প্রখর যে, দু রান হবেই।’

ধোনির সঙ্গে তাঁর সমীকরণ ক্রিকেটবিশ্বে সর্বজনবিদিত। ধোনির প্রশংসায় সব সময়ই পঞ্চমুখ থাকেন কোহলি। বলেছেন, ‘ওর মতো ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক আমি আর দেখিনি। আমি অধিনায়ক থাকাকালীন ওকে যদি কিছু জিজ্ঞেস করতাম, ১০ বারের মধ্যে ৮ বা ৯ বার যে পারমর্শ দিত, তাতেই কাজ হতো। ওকে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমাদের বন্ধুত্ব যত দিন গিয়েছে, তত গাঢ় হয়েছে। অনেকে আমাদের মধ্যে ফাটল দেখানোর চেষ্টা করেছে। তাতে আমাদের কিছু এসে যায়নি। ও এসব পড়ে না। আমিও না।’

একটি মজার কাহিনিও শুনিয়েছেন কোহলি। বলেছেন, ‘তখন আমি অনূর্ধ্ব ১৭ স্তরে ক্রিকেট খেলছি। ক্লাব পর্যায়ের একটি ম্যাচে আমি ক্যাপ্টেন। বোলারকে বল দেওয়ার সময় বাকি ক্যাপ্টেনদের মতোই জিজ্ঞেস করতাম, কোথা থেকে? মানে, কোন এন্ড থেকে বোলিং করবে। তো সেবার নজফগড়ের এক নতুন বোলার দলে এসেছে। ম্যাচে ওর হাতে বল দেওয়ার সময় আমি ওকে জিজ্ঞেস করলাম, কোথা থেকে? ও বলল নজফগড় থেকে। আমি জিজ্ঞেস করলাম, বল কোথা থেকে করবে? ছেলেটি বলল, নজফগড় থেকে। ও বুঝতেই পারছিল না। যাই হোক, কলকাতায় একটা ম্যাচ চলাকালীন এমএসকে গল্পটা বলেছিলাম। ওর হাসি তো থামতেই চায় না। ভীষণ মজা পেয়েছিল। ও এরকমই। ছেলেমানুষের মতো।’

আরও পড়ুন: নচিকেতা আর ক্রিকেট, বার্ষিক অনুষ্ঠানে চমক দিতে চলেছে সিএবি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial