ওরা এখন থেকেই ইলেক্ট্রনিক মেশিন হ্যাক করার চেষ্টা করছে: মমতা

আসন্ন লোকসভা নির্বাচনে ইলেক্ট্রনিক মেশিন হ্যাক করার চেষ্টা চলছে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এব্যাপারে ‘ইন্ডিয়া’ জোটের আগামী বৈঠকে বিস্তারে আলোচনা হবে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওরা এখন থেকেই শুরু করেছে। ইলেক্ট্রনিক মেশিন হ্যাক করতে চাইছে। আমাদের কাছে কিছু প্রমাণ এসেছে। কিছু প্রমাণ আমরা খুঁজছি। সেসব হাতে এলে জোটের আগামী বৈঠকে এটা নিয়ে আলোচনা করব’। এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন, আগামী লোকসভা নির্বাচনে দিল্লিতে ক্ষমতায় আসবে বিরোধী জোট। এই জোটের অস্তিত্ব গোটা দেশে রয়েছে। NDA ছেড়ে সমস্ত শরিক দল চলে গিয়েছে। NDA-র আর কোনও গুরুত্ব নেই।

বলে রাখি, ২০১৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ব্যাপক জয় পায় বিজেপি। তার পরই ইভিএম হ্যাক হয়েছে বলে অভিযোগ করতে শুরু করে বিরোধীরা। বিরোধীদের পালটা চ্যালেঞ্জ ছুড়ে নির্বাচন কমিশন ‘হ্যাকাথ্যালন’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করে। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। প্রতিযোগিতায় একটি ইভিএম দিয়ে রাজনৈতিক দলগুলিকে তা হ্যাক করে দেখাতে বলা হয়। কিন্তু আমন্ত্রণ পেয়েও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি তৃণমূলসহ কোনও বিরোধী দল। প্রতিযোগিতার দিন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে শুধু দেখা গিয়েছিল সিপিএমের প্রতিনিধিকে। তিনি বেরিয়ে বলেছিলেন, EVM সম্পর্কে বিস্তারে জানতে এসেছি।