ঢাকা দক্ষিণ সিটির ম্যানহোলের ঢাকনা ময়মনসিংহের সড়কে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাম-সংযুক্ত ম্যানহোলের ঢাকনা ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়কে দেখা গেছে। ম্যানহোলের ঢাকনার এই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কীভাবে ঢাকা দক্ষিণ সিটির নাম-সংযুক্ত ম্যানহোলের ঢাকনা ময়মনসিংহ সিটির সড়কে প্রতিস্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকালে সরেজমিনে ময়মনসিংহ নগর ভবনের পেছনে মহিলা পরিষদের কার্যালয়ের সামনের সড়কের ম্যানহোলের ওপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাম-সংযুক্ত ঢাকনা দেখা গেছে। এই সড়কের দুটি ম্যানহোলের ঢাকনায় ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ লেখা রয়েছে।  

নগর ভবন এলাকার বাসিন্দা মো. কামরুল হাসান বলেন, ‘কীভাবে ঢাকা দক্ষিণ সিটির নাম-সংযুক্ত ম্যানহোলের ঢাকনা ময়মনসিংহ সিটির সড়কের ম্যানহোলে এলো, তা তদন্ত করে দেখা উচিত। সিটি করপোরেশনের কর্মকর্তারা জেনেশুনেই এসব ম্যানহোলে এমন ঢাকনা লাগিয়েছেন বলে আমার মনে হয়। তবে এক সিটির নাম-সংযুক্ত ম্যানহোলের ঢাকনা আরেক সিটির সড়কে লাগানো ঠিক হয়নি।’

এ ব্যাপারে জানতে চাইলে ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম বলেন, ‘ফেসবুকে ওসব ম্যানহোলের ঢাকনার ছবি দেখেছি। এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এতে ময়মনসিংহ সিটি করপোরেশনের সুনাম ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

ঢাকা দক্ষিণ সিটির নাম-সংযুক্ত ম্যানহোলের ঢাকনা কীভাবে ময়মনসিংহ সিটির সড়কে এলো জানতে চাইলে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা দক্ষিণসহ সব সিটি করপোরেশনের ম্যানহোলের ঢাকনা ঢাকার একটি প্রতিষ্ঠান থেকেই তৈরি করা হয়। চলতি বছর আমাদের সিটি করপোরেশনের সড়কের ম্যানহোলে ঢাকনা লাগানোর জন্য স্থানীয় এক ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছিল। ঢাকার ওই প্রতিষ্ঠানে ঢাকনা তৈরির অর্ডার দিয়েছিলেন ঠিকাদার। সেসব ঢাকনায় ময়মনসিংহ সিটি করপোরেশন নাম-সংযুক্ত করতে বলা হয়েছিল। কিন্তু আনার সময় ভুলবশত ঢাকা দক্ষিণ সিটির নাম-সংযুক্ত দুটি ঢাকনা এখানে চলে এসেছিল। ঠিকাদার সেগুলো ফেরত না পাঠিয়ে মহিলা পরিষদের কার্যালয়ের সামনের সড়কের ম্যানহোলে লাগিয়ে দিয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কাজটি ঠিক করেননি ঠিকাদার। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে ঠিকাদারকে সতর্ক করবো আমরা।’