দেশ জুড়ে বৈদিক শিক্ষা জোরদার করার ভাবনা, কী কী পদক্ষেপ? বললেন শিক্ষামন্ত্রী

এত দিন দেশে বৈদিক শিক্ষার কোনও আনুষ্ঠানিক ব্যবস্থা ছিল না। গত বছর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার মহর্ষি সন্দিপনি রাষ্ট্রীয় বেদ সংস্কৃত শিক্ষা বোর্ড (এমএসআরভিএসএসবি) প্রতিষ্ঠা করেন। তার পর থেকেই শুরু বৈদিক শিক্ষার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা‌। বুধবার সংসদের একটি প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এমনটাই জানালেন।

(আরও পড়ুন: বিছানার চাদর নিয়মিত ধোয়া হয় না? অজান্তেই মারাত্মক রোগ বাসা বাঁধছে শরীরে)

সংসদের উচ্চকক্ষে বেশ কয়েকজন সদস্য বৈদিক শিক্ষা সম্পর্কে প্রশ্ন তুলেছিল‌। তার জবাবে ধর্মেন্দ্র প্রধান বলেন, বেদ ভারতীয় জ্ঞানভাণ্ডারের অন্যতম ‘ভিত্তি’। এই শাস্ত্রের অধ্যয়ন ভারতীয় জ্ঞানের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সরকারের কাছে আপাতত অগ্রাধিকার পাচ্ছে মূলধারার আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশপাশি বেদ শাস্ত্র অধ্যয়ন।

(আরও পড়ুন: ফোন বা গাড়ি নয়, ৬ মাসে এই জিনিস কিনতেই ৫০০০ কোটি খরচ ভারতীয়দের, কী জানেন)

এই দিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কথায়, ‘আগে দেশে বৈদিক শিক্ষার কোনও আনুষ্ঠানিক ব্যবস্থা ছিল না। মহর্ষি সন্দীপনি রাষ্ট্রীয় বেদ বিদ্যা প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে শিক্ষা বোর্ড স্বীকৃতি দেয়। বেদ বিদ্যা এবং সংস্কৃত শিক্ষা সমাজের প্রতিটি স্তরের কাছে কোনও বৈষম্য ছাড়াই পৌঁছাতে হবে, এটাই এখন সরকারের অগ্রাধিকার।’ প্রসঙ্গত, বেদপাঠ ও সংস্কৃত শিক্ষার এই বোর্ডটি ২০২২ সালের আগস্টে প্রতিষ্ঠিত হয়েছিল।

উচ্চকক্ষে বুধবার ধর্মেন্দ্র প্রধান আরও জানান,  সরকার খুব শিগগিরই ‘বেদ বিদ্যা’ প্রচারের জন্য চারটি ধামে বোর্ডের আঞ্চলিক কেন্দ্র স্থাপন করবেন‌। চার ধাম অর্থাৎ বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথ এবং রামেশ্বরম ছাড়াও গুয়াহাটিতেও স্থাপন করা হবে মহর্ষি সন্দীপনি রাষ্ট্রীয় বেদ বিদ্যার আঞ্চলিক কেন্দ্র। এই বিষয়ে স্কুলের একটি পরিসংখ্যানও দেন ধর্মেন্দ্র প্রধান। সংসদ এই দিন তিনি বলেন, বর্তমানে সারা দেশে এই বোর্ডের সঙ্গে ১২৩ পাঠশালা যুক্ত রয়েছে। এই পাঠশালাগুলিতে ৪৬০০ শিক্ষার্থী এবং ৬৩২ শিক্ষক রয়েছেন।

বেদ বিদ্যার এই ব্যবস্থাপনায় সংরক্ষণের নীতি কী মানা হয়েছে? এই প্রশ্নের উত্তরে সংরক্ষণের নীতি বলেই স্বীকার করে নেন ধর্মেন্দ্র প্রধান। বোর্ডের সঙ্গে যুক্ত থাকলেও ওই স্কুলগুলিতে এসসি, এসটি এবং ওবিসি ছাত্রদের জন্য কোনও বিশেষ আসন নেই। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কথায়, ‘বর্তমানে আমাদের বৈদিক শিক্ষা ব্যবস্থায় সংরক্ষণ নেই।’ প্রসঙ্গত, বোর্ড প্রতিষ্ঠার পর পরই, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) তার অনুমোদিত প্রতিষ্ঠানগুলিকে এমএসআরভিএসএসবি দ্বারা প্রদত্ত বেদভূষণ এবং বেদবিভূষণ শংসাপত্রগুলিকে দশম ও দ্বাদশ শ্রেণির শংসাপত্রের সমতুল্য বিবেচনা করতে বলে।