৬ ঘণ্টা পর বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ স্বাভা‌বিক

পাহাড় ধসে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর বান্দরবান-থানচি সড়কে যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ফায়ার সা‌র্ভিস ও সেনা‌বা‌হিনীর ১৬ ইসি‌বির সদস‌্যদের যৌথ প্রচেষ্টায় সড়ক যোগা‌যোগ স্বাভা‌বিক হয়।

এর আগে শুক্রবার (৪ আগস্ট) সকালে বান্দরবান-থান‌চি সড়কের নীল‌গি‌রি ও জীবন নগরের মধ‌্যবর্তী স্থা‌নে পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের টিমলিডার তরুন জ্যোতি বড়ুয়া জানান, সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে কিন্তু রাস্তায় মা‌টি জ‌মে থাকায় খুবই পি‌চ্ছিল। তাই মোটরসাইকেল খুব সাবধানে চালাতে হবে। রাস্তা পিচ্ছিল হওয়ায় চালকদের সাবধানে গাড়ি চালানোর অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কমকর্তা।

ভোরে অতিবৃ‌ষ্টির কার‌ণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি ও জীবন নগরের মাঝামাঝি এলাকায় সড়কের ওপর পাহাড় ধ‌সে অনেক বড় একটি পাথর পড়ে। এতে থানচির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল থেকে থানচি ফায়ার সার্ভিসের একটি দল ও সেনাবাহিনীর ১৬ ইসিবি যৌথভা‌বে চেষ্টা চা‌লি‌য়ে পাথর‌টি সরা‌লে সা‌ড়ে ১২টার পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।