Kuntal Ghosh Case: স্বস্তি কুন্তলের! ইডি বিরুদ্ধে জেলা জর্জের কাছে অভিযোগ জানাতে পারবেন, বলল SC

ইডির বিরুদ্ধে যদি কোনও হেনস্থার অভিযোগ থাকে, তবে সেই অভিযোগ কুন্তল ঘোষ জেলা জজের কাছে জানাতে পারবেন। শুক্রবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তলকে স্বস্তি দিয়ে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর সঙ্গে তাঁকে ২৫ লক্ষ টাকা জরিমানা দেওয়া নির্দেশ দিয়েছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। সেই জরিমানার উপরও স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।  সুুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

ধর্মতলায় শহিদ মিনারের সভায় বক্তব্য রাখার সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, হেফাজতে থাকার সময় মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম বলার জন্য চাপ দিয়েছিল ইডি। এই সভার পরই কুন্তল দাবি করেন,  তাঁকে অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছে ইডি।

(পড়তে পারেন। ‘রাজ্যের লজ্জা’ ধর্ষণের মামলায় পুলিশকে তীব্র ভর্ৎসনা করে মন্তব্য হাইকোর্টের)

এই বিষয়টি নিয়ে পুলিশ ও নিম্ন আদালতে অভিযোগ জানিয়ে চিঠি দেন কুন্তল। বিষয়টি হাইকোর্টে যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে জানান, সিবিআই, ইডি অভিষেকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে। পরে মামলাটি বিচারপতি অমৃতা সিনহার কাছে যায়। তিনি সেই আগের নির্দেশই বহাল রাখেন। 

পরে এই মামলায় বিচারপিত সিনহা কুন্তলকে ২৫ লক্ষ টাকা জরিমানা করেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে যান কুন্তল।

এ দিন কুন্তলের আইনজীবী সিদ্ধার্থ দাভে বলেন, কুন্তল ঘোষ তো নিজে হাইকোট যাননি। ইডিই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ইডি আইনজীবী আাদালতে জানান, কুন্তল ঘোষকে গ্রেফতার করা হয়েছিল জানুয়ারি মাসে। তার দুমাস পর একটি সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন। সেই সভার পরদিনই কুন্তল অভিষেকের নাম বলার জন্য ইডির বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ তোলে। আইনজীবীর প্রশ্ন, এতদিন কেন তিনি অভিযোগ করেননি?  

আদালত সব শুনে কুন্তলের উপর যে ২৫ লক্ষ টাকার জরিমানা ধার্য্য করা হয়েছিল তা খারিজ করে দেয়। কুন্তলের যদি মনে হয় হেফাজতে থাকা কালীন তাঁর উপর অত্যাচার হচ্ছে তবে তিনি জেলা জজের কাছে জানাতে পারেন বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।