Moto G14 vs Redmi 12: বাজারে নতুন এল দুই ফোন, জানুন ফিচার্স ও দাম

বহুদিন পর বাজারে সস্তার স্মার্ট ফোন নিয়ে এল মোটোরোলা কোম্পানি। অত্যন্ত কম দামে একটি নতুন জি-সিরিজ স্মার্টফোন বাজারে লঞ্চ করল এই কোম্পানি, যার নাম Moto G14। স্মার্টফোনটি এদেশের বাজারে গত ১ অগস্ট লঞ্চ হয়েছে, তবে ক্রেতারা তা হাতে পাবেন ৮ অগস্ট। মোটোরোলা কোম্পানি জানিয়েছে, তারা ভারতে নতুন বাজেট স্মার্টফোন হিসেবে এই হ্যান্ডসেটটি নিয়ে এসেছে। তবে আগামী ৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে নতুন ফোনটি হাতে পাওয়ার জন্য। এই বছরই কোম্পানি Moto G13 স্মার্টফোনটি বাজারে এনেছিল। সেই ফোনেরই ধারাবাহিকতায় আত্মপ্রকাশ করল Moto G14।

কেবল মোটোরোলা নয়, গত  অগস্ট একই দিনে শাওমি ভারতে তাদের নতুন ফোন Redmi 12 4G লঞ্চ করেছে। বাস্তবেই এই দুটি কোম্পানি একে অপরের প্রতিযোগী হিসেবেই ভারতের বাজারে ব্যবসা চালাচ্ছে। এখন দেখে নেওয়া যাক Moto G14 ফোনটিতে বিশেষ কোন কোন ফিচার রয়েছে।

বিভিন্ন অনলাইন সাইটে এই মোবাইল সেটটির দাম দেখা যাচ্ছে ৯,৯৯৯ টাকা৷ প্রয়োজনে ইএমআই-এরও ব্যবস্থা আছে এই ফোনটি কেনার ক্ষেত্রে। এই ডিভাইসটি চার জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজযুক্ত। Moto G14 তে মাইক্রোএসডি কার্ডও সাপোর্ট করবে।

ফ্লিপকার্ট সহ বিভিন্ন প্ল্যাটফর্মের বিজ্ঞাপন অনুযায়ী Moto G14 ফোনটি বৃত্তাকার কোণ সহ একটি ফ্ল্যাট ফ্রেম ডিজাইন যুক্ত। রিয়ার প্যানেলটি ধারের দিকে কিছুটা কার্ভড ভাবে রয়েছে। এই নতুন ফোনটি ধুসর এবং নীল রঙের। এছাড়াও, Moto G14-এ একটি সুপার প্রিমিয়াম ডিজাইন আছে। পলিকার্বোনেট ব্যাক এবং ফ্রেম সহ এই ফোনটি লঞ্চ করেছে মোটোরোলা কোম্পানি।

Motorola G14 ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লেযুক্ত। এতে ব্যবহার করা হয়েছে ইনিসক টি৬১৬১ প্রসেসর। ফোনটি চার জিবি র‍্যাম, ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজযুক্ত। মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ১ টিবি পর্যন্ত এক্সটেন্টেড মেমরি সাপোর্ট করবে এই ফোনে।

যারা ফোটো তুলতে ভালোবাসেন, তাদের জন্যও থাকছে সুখবর। ফটোগ্রাফির ক্ষেত্রে, Motorola G14-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরযুক্ত৷ আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই নতুন স্মার্ট সেটটিতে। এছাড়াও, ডুয়েল স্পিকার সেটআপের জন্য ডলবি অ্যাটমোসের সাপোর্টও নজর কেড়েছে ক্রেতাদের।

শাওমি কোম্পানির রেডমি ১২ ৪জি এবং রেডমি ১২ ৫জি – এই দুই ফোনও ভারতে লঞ্চ হয়েছে। রেডমি ১২ ৪জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। রেডমি ১২ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৪৯৯ টাকা। এখন দেখার কে কাকে টেক্কা দিয়ে বেশি সংখ্যক ক্রেতার মত জয় করতে পারে।