Murder: সম্পত্তি দখল করতে নিঃসন্তান বাড়ি মালিককে খুনের অভিযোগ ভাড়াটিয়ার বিরুদ্ধে

সম্পত্তি দখল করতে নিঃসন্তান বাড়ি মালিককে খুনের অভিযোগ ভাড়াটিয়ার বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের সুকান্তপল্লির। নিহতের নাম সোমনাথ চক্রবর্তী। নিহতের বোন মীনাক্ষীর অভিযোগের ভিত্তিতে ভাড়াটিয়া ও তাঁর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। ধৃতের স্ত্রীর দাবি, ভাই – বোনের বিবাদের জেরে আত্মঘাতী হয়েছেন বাড়ি মালিক।

স্থানীয়রা জানিয়েছেন, সোমনাথবাবু ও তাঁর বোন মীনাক্ষীদেবী নিঃসন্তান। তাঁদের বাড়িতে স্ত্রী ও পুত্রকে নিয়ে ভাড়া থাকেন প্রকাশ ঘোষ নামে এক ব্যক্তি। নিঃসন্তান বাড়ি মালিকের সম্পত্তি দখল করতে ঘোষ পরিবার সোমনাথবাবু ও তাঁর বোনের ওপর লাগাতার নির্যাতন চালাতেন। বৃহস্পতিবার দুপুরে ব্যাঙ্কে গিয়েছিলেন মীনাক্ষীদেবী। ফিরে এসে দেখেন, ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছেন দাদা। সঙ্গে সঙ্গে চিৎকার করে ডাকেন প্রতিবেশীদের। প্রতিবেশীরা খবর দেন পুলিশে। এসবের মধ্যেই গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন মীনাক্ষীদেবী। তাঁকে বাঁচান প্রতিবেশীরা। ঘটনাস্থলে পুলিশকর্মীরা পৌঁছলে তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। এর পর ভাড়াটিয়ার বিরুদ্ধে দাদাকে খুনের অভিযোগ দায়ের করেন বোন।

ঘটনার তদন্তে নেমে শুক্রবার সকালে প্রদীপ ঘোষ ও তাঁর ছেলে সুদীপ ঘোষকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানা। তাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। যদিও ধৃতের স্ত্রী রেবা ঘোষের দাবি, আমাদের সঙ্গে ওদের সম্পত্তি নিয়ে কোনও ঝামেলা নেই। আমরা যে জায়গায় থাকি সেটা কিনে নিয়েছি। ওদের ভাই বোনের মধ্যে ঝামেলা হত। তার জেরে সোমনাথবাবু আত্মঘাতী হয়ে থাকতে পারেন। আমাদের শুধু শুধু ফাঁসাচ্ছে।