ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মৃত্যু স্বামী – স্ত্রীর

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মৃত্যু হল দম্পতির। নিহত গণেশ ও বিজলী মণ্ডল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানা এলাকার প্রতাপনগরের বাসিন্দা। বৃহস্পতিবার গভীর রাতে তাঁদের সাপে কামড়ায় বলে অনুমান। সকালে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত্যু হয়।

নিহত দম্পতির ছেলে রাকেশ মণ্ডল জানিয়েছেন, রাতে বাবা – মা রোজের মতো পাশের ঘরে ঘুমিয়েছিল। সকালে বাবা এসে আমাকে ডেকে বলল, আমাকে কী কামড়েছে। আমি পাশের ঘরে গিয়ে দেখি মা মেঝেয় ছটফট করছে। আর বাবা ঢুলছে। সঙ্গে সঙ্গে আত্মীয় – প্রতিবেশীরা মিলে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ক্যানিং হাসপাতালে পৌঁছলে ২ জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিহত বিজলীদেবীর দিদি জানিয়েছেন, আমি খবর পেয়ে ওদের বাড়ি গিয়ে দেখি ওদের অবস্থা খুব খারাপ। হাসপাতালে আনতে আনতেই ওদের মৃত্যু হয়। ডাক্তার বলল কালাচ সাপে কামড়েছে।

বর্ষায় বাংলায় সাপের কামড়ে মৃত্যু কোনও নতুন ঘটনা নয়। তবে সাপের কামড়ে একই সঙ্গে স্বামী – স্ত্রীর মৃত্যু নজিরবিহীন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে প্রতাপনগর এলাকায়।

গত কয়েক বছরে রাজ্যের বিভিন্ন এলাকায় কালাচ সাপের উপদ্রব বেড়েছে। এই সাপ কামড়ালে প্রাথমিকভাবে কোনও উপসর্গ দেখা যায় না। তবে কিছুক্ষণ পর থেকে সর্পদ্রষ্ট ব্যক্তি ঝিমাতে থাকেন।