শুধু ওকেই ডাকে কেন? ডাল মে কুছ কালা হ্যায়, অভিষেককে নিয়ে বললেন শুভেন্দু

‘ডাল মে কুছ কালা হ্যায়’, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ মামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার দলের রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। শুভেন্দুবাবুর প্রশ্ন, আমাকে – আপনাকে ডাকে না, ওকেই কেন ইডি বার বার ডাকে।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘যার নাম বলছেন তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সম্প্রতি এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট যে চার্জশিট জমা দিয়েছে সেখানেও সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, যিনি লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও। যে সংস্থা ডায়মন্ড হারবারের সাংসদ বা তাঁর পরিবারের দ্বারা পরিচালিত। তাঁর যুক্ত থাকার কথা অন রেকর্ড বলেছেন। কারও বিরুদ্ধে প্রমাণ থাকলে তদন্তকারী সংস্থার তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। কেউ যদি মনে করেন তাঁকে রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে তাঁর বিচারব্যবস্থার প্রতি আস্থা রেখে আইনি লড়াইয়ে অংশগ্রহণ করা উচিত। তিনি যে বিভিন্ন ভাবে অভিযুক্ত, তাঁকে যে একাধিকবার ডাকাডাকি হয়েছিল, সেটা সবাই জানে। আমাকে – আপনাকে ডাকেনি, ওকে ডেকেছে। ডাল মে কুছ তো কালা হি হ্যায়।’

শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ মামলার শুনানিতে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, যে কোনও সময় অভিষেককে গ্রেফতার করতে পারে ইডি।