Car fire scare: আগুন লাগার ঝুঁকি, প্রায় ১ লাখ গাড়ি ফেরানোর তোড়জোড় হুন্ডাই, কিয়া’র

আগুন লাগার ঝুঁকি রয়েছে, এই কারণে ৯১ হাজারেরও বেশি নতুন গাড়ি গ্রাহকদের থেকে ফেরানোর ব্যবস্থা করছে হুন্ডাই ও কিয়া। এর মধ্যে হুন্ডাই সংস্থার গাড়ি প্রায় ৫২ হাজার ও কিয়া সংস্থার গাড়ি প্রায় ৪০ হাজার। মার্কিন যুক্তরাষ্ট্রে এই গাড়িগুলি ফেরানো হবে বলে জানিয়েছে রয়টার্স। বাজার থেকে প্রত্যাহার করা হতে পারে এমন মডেলগুলির মধ্যে রয়েছে Hyundai 2023-2024 Palisade, 2023 Tucson, Sonata, Elantra, and Kona Vehicles এবং 2023-2024 Seltos এবং 2023 Kia Soul, Sportage Vehicles। যতক্ষণ না গাড়িগুলির মেরামত প্রক্রিয়া শেষ হচ্ছে, ততক্ষণ গাড়িগুলিকে বাড়ি ও পার্কিং এরিয়ার বাইরে রাখার পরামর্শ দিয়েছে সংস্থা।

(আরও পড়ুন: ওভেনের ময়লা নিমেষে সাফ হবে, জেনে নিন ৫ সেরা উপায়)

কোরিয়ার গাড়ি মেকানিকরা সম্প্রতি ‘আইডল স্টপ অ্যান্ড গো’ তেল পাম্প অ্যাসেম্বলির ইলেকট্রনিক কন্ট্রোলারে সমস্যা খুঁজে পেয়েছে। এর থেকে একদিকে যেমন গাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হতে পারে। তেমনই গাড়ি অতিরিক্ত গরম হয়ে যেতে পারে।

(আরও পড়ুন: কাঁচা দুধ দিয়ে ত্বকের পরিচর্যা করেন? অজান্তেই যে বড় ক্ষতি হচ্ছে, তা জানেন)

সূত্রের খবর, এই বিষয়ে মালিকদের সেপ্টেম্বরের শেষের দিকে জানানো হবে। গাড়ির ডিলাররা সেই মতো পরিদর্শন করবে। প্রয়োজন অনুসারে তেল পাম্পের কন্ট্রোলার প্রতিস্থাপন করে দেবে। সম্প্রতি কিয়া এবং হুন্ডাই যথাক্রমে ছ’টি এবং চারটি যান্ত্রিক গোলযোগের রিপোর্ট পেয়েছে। তবে এই ঘটনাগুলিতে কেউ আহত হয়নি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কিয়ার তরফে জানানো হয়েছে, তাদের কাছে এমন ছয়টি রিপোর্ট এসেছে। তবে এই দুর্ঘটনায় কেউ আহত হয়নি। অন্যদিকে হুন্ডাইয়ের দাবি, তারা ইতিমধ্যেই চারটি এমন রিপোর্ট পেয়েছে। প্রসঙ্গত,  গাড়ি মেকানিকরা ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছিল, মার্চ মাসের উৎপাদিত গাড়িতে কিছু সন্দেহজনক অংশ ছিল। সেগুলিকে তারা সরিয়ে দিয়েছে। 

অন্যদিকে নিরাপত্তার জন্য সতর্কবার্তা হিসেবে, হুন্ডাই ডিলারদের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট গ্রাহকদের ভাড়ার গাড়ি সরবরাহ করতে। যতক্ষণ না এই সমস্যার সমাধান ততদিন এই পন্থা অবলম্বন করতে বলা হয়েছে। এছাড়াও জানানো হয়েছে, গাড়ির মালিকরা পোড়া গন্ধ পেলে যেন আর গাড়ি না চালান। বরং তার বদলে গাড়িটিকে কাছাকাছি হুন্ডাই ডিলারের কাছে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আগুনের ঝুঁকি ছাড়াও, গাড়ির তাপ বেড়ে গেলে তা থেকে শর্ট সার্কিট হতে পারে। যা গাড়ির  অন্যান্য যন্ত্রাংশকে প্রভাব ফেলে।