CFL 2023: Mohun Bagan Beats United SC By 2-0 In Calcutta Football League, Know In Details

কলকাতা: কলকাতা ফুটবল ময়দানে সবুজ-মেরুন ঝড় চলছে। পরপর ম্যাচ খেলার ক্লান্তিকে উড়িয়ে ফের জিতল মোহনবাগান (Mohun Bagan)। কলকাতা লিগের ম্যাচে শনিবার ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে ২-০ গোলে হারাল সবুজ-মেরুন শিবির।

দু’দিন আগেই ডুরান্ড কাপে মোহনবাগানের হয়ে খেলা বেশ কিছু ফুটবলারকে এ দিন প্রথম একাদশে রেখেছিলেন কোচ বাস্তব রায়। তাই শুরু থেকেই মোহনবাগানের ফুটবলারদের মধ্যে কিছুটা ক্লান্তি নজরে এসেছিল। প্রথমার্ধের শুরুর দিকে গোলকিপার অর্শ আনোয়ার এগিয়ে এসেছিলেন গোললাইন ছেড়ে। ইউনাইটেডের এক ফুটবলার দূর থেকে শট নেন। তবে গোলের অনেক দূর দিয়ে তা চলে যায়। সেই শট নিশানায় থাকলে সমস্যায় পড়তে হতো বাগান শিবিরকে। 

মোহনবাগানের হয়ে গোলদুটি করেন নাওরেম এবং সুহেল। প্রথম গোলটি ২৭ মিনিটে করেন নাওরেম। কার্যত একার দক্ষতায় বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোলটি করেন তিনি। আর নির্ধারিত সময়ের ২ মিনিট আগে, ৮৮ মিনিটে দূরপাল্লার জোরাল শট থেকে গোল করেন সুহেল।

মাত্র ৪৮ ঘণ্টা আগে ডুরান্ড কাপে খেলতে হয়েছে মোহনবাগানকে। তবু কলকাতা লিগের ম্যাচে ডুরান্ডের ম্যাচ খেলা দলের একাধিক ফুটবলার ছিলেন। ২-০ গোলে জিতলেও গোটা ম্যাচেই মোহনবাগান ফুটবলারদের ভুগিয়েছে ক্লান্তি আর মন্থর গতি। মোহনবাগানের থেকে বেশি সুযোগ তৈরি করেও গোলমুখে ব্যর্থতা ভোগাল ইউনাইটেডকে।

 

মোহনবাগানের পাশাপাশি এদিন ডায়মন্ড হারবারের (Dimond Harbour FC) ম্যাচেও নজর ছিল ফুটবলপ্রেমীদের। লিগ টেবিলে পাঁচ নম্বরে থাকা পিয়ারলেস এদিন আটকে দিল ডায়মন্ড হারবার এফসিকে। ম্যাচের ঠিক ৪৫ মিনিটে প্রথম গোলটি করে পিয়ারলেস। ৬৬ মিনিটে সেই গোল শোধ করে সমতা ফেরান মনতোষ চাকলাদার। এরপর আর ম্যাচে কোনও গোল হয়নি। এই ড্রয়ের ফলে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখল ডায়মন্ড হারবার। এই মুহূর্তে ৭ ম্যাচে ডায়মন্ড হারবারের সংগ্রহ ১৭ পয়েন্ট। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহনবাগান।

আরও পড়ুন: Eden Gardens: কালীপুজোর দিন নিরাপত্তা নিয়ে জটিলতা, ইডেনে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ করতে ভরসা মুখ্যমন্ত্রী?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial