ICC ODI World Cup 2023: Himachal Pradesh Cricket Association Stadium Matches, Records, Stats, Pitch And Other Details

ধর্মশালা: দেখলে মনে হবে, যেন তুলি দিয়ে ক্যানভাসে আঁকা কোনও চিত্রপট। 

নীল আকাশের বুক চিরে উঠে গিয়েছে বরফঢাকা ধৌলাধার পাহাড়। তার বুকে সবুজ বৃত্তাকার স্টেডিয়াম। কিছুটা প্যাগোডার আদলে নির্মিত প্যাভিলিয়ন। ক্রিকেটার হোক বা দর্শক, মনোরম নৈসর্গ মুগ্ধ করে দেবেই।

ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার (HPCA) ছবির মতো দেখতে স্টেডিয়ামে হবে এবারের বিশ্বকাপের (ODI World Cup) ৫টি ম্যাচ। যার মধ্যে তিনটি ব্লকবাস্টার। শুরুতেই আফগানিস্তান বনাম বাংলাদেশ। যে দুই দেশের দ্বৈরথ ক্রিকেটবিশ্বে সম্প্রতি রোমাঞ্চ তৈরি করছে। সেই সঙ্গে ভারত বনাম নিউজ়িল্যান্ডের মহারণও রয়েছে এই মাঠে। আর রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দ্বৈরথ। অস্ট্রেলিয়া বনাম নিউজ়িল্যান্ড।

ওয়ান ডে বিশ্বকাপের আর মাস দুয়েকও বাকি নেই। সাজ সাজ রব পড়ে গিয়েছে বিশ্বক্রিকেটে। সব দলই শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্য়স্ত। তার ফাঁকে এবিপি লাইভ বিশ্বকাপের দশ স্টেডিয়ামের হাল হকিকত জানাতে শুরু করল বিশেষ এই সিরিজ়। যার প্রথম পর্বে আলোচনা চলছে ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম নিয়ে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান অনুরাগ ঠাকুরের উদ্যোগে তৈরি হয়েছিল এই স্টেডিয়াম। তাঁর ভাই অরুণ ধুমল এখন বোর্ডে বড় দায়িত্বে। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হচ্ছে বছর দশেক ধরে। শৈলশহরে যে ক্রিকেট নিয়ে এত উন্মাদনা, না দেখলে বিশ্বাসই হবে না। পিচ কেমন আচরণ করে, বাইশ গজে বোলারদের জন্য রসদ রয়েছে, নাকি ব্যাটারদের স্বর্গরাজ্য, ওয়ান ডে রেকর্ডই বা কেমন, সব নিয়ে আলোচনা হবে এই পর্বে।

পিচ: ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামের পিচ বরাবরই বোলারদের, বিশেষ করে পেসারদের সাহায্য় করে। ঠান্ডা আবহাওয়া, শিশির, পাহাড়ের গা বেয়ে নেমে আসা হিমেল হাওয়া – সব মিলিয়ে পেস বোলিংয়ের আদর্শ পরিবেশ। কে ভুলতে পারে, বছর ছয়েক আগে এই মাঠে হওয়া শেষ ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কার পেসার সুরঙ্গা লাকমলের সেই বিষাক্ত স্পেল। ভারত মাত্র ১১২ রানে অল আউট হয়ে গিয়েছিল। লাকমল নিয়েছিলেন ১৩ রানে ৪ উইকেট। ইংল্যান্ডের পেসার টিম ব্রেসনানেরও ৪ উইকেট রয়েছে এই মাঠে। ৪টি ওয়ান ডে-র ৮ ইনিংসের মাত্র একটি ৫০ ওভার খেলা হয়েছিল। বাকি ৭ ইনিংসই গুটিয়ে গিয়েছে তার আগে। তবে ব্যাটারদের জন্যও রসদ রয়েছে। ক্রিজে দাঁড়িয়ে যেতে পারলে বড় রান সম্ভব। ওযেস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এই মাঠে বিধ্বংসী সেঞ্চুরি ছিল বিরাট কোহলির। সেই ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন মার্লন স্যামুয়েলসও। ইয়ান বেলেরও ওয়ান ডে-তে সেঞ্চুরি রয়েছে এই মাঠে। বিশ্বকাপের পিচও একই থাকবে। বড় রান উঠতে পারে। তবে অ্যাডভান্টেজ পেসারদের।

আবহাওয়া: বিশ্বকাপে ধর্মশালায় সবকটি ম্যাচই হবে অক্টোবরে। সেই সময় কলকাতায় পাখা বা শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র চললেও, শৈলশহর ধর্মশালায় কিন্তু বেশ শীতের আমেজ পাওয়া যাবে। শিশির পড়বে। সব দলকেই তাই ভেজা বলে লড়াই করতে হবে। এই মাঠে কোনও ম্যাচের আগে প্র্যাক্টিসে রাবারের বল ভিজিয়ে অনুশীলন করতেও দেখা গিয়েছে দলগুলিকে।

স্টেডিয়ামের মোট আসনসংখ্যা: ২৫,০০০

 

ধর্মশালায় ওয়ান ডে রেকর্ড:

প্রথম ওয়ান ডে – ২৭ জানুয়ারি, ২০১৩

শেষ ওয়ান ডে – ১০ ডিসেম্বর, ২০১৭

ম্যাচ – ৪

মোট রান – ১৬৬৪

মোট উইকেট – ৫৬

উইকেট প্রতি রান খরচ – ২৯.৭১

ওভার প্রতি রান – ৫.০২

সর্বোচ্চ ইনিংস – ভারত ৩৩০/৬ (বনাম ওয়েস্ট ইন্ডিজ়, ১৭ অক্টোবর, ২০১৪। ভারত জয়ী ৫৯ রানে)

সর্বনিম্ন ইনিংস – ভারত ১১২ (বনাম শ্রীলঙ্কা, ১০ ডিসেম্বর, ২০১৭। শ্রীলঙ্কা জয়ী ৭ উইকেটে)

সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর – বিরাট কোহলি (১২৭ বনাম ওয়েস্ট ইন্ডিজ়)

সেরা বোলিং – সুরঙ্গা লাকমল ১০-৪-১৩-৪ (বনাম ভারত)

প্রথমে ফিল্ডিং করা দল ৪ ম্যাচের মধ্যে জিতেছে ৩টিতে

 

ধর্মশালায় ভারতের ওয়ান ডে রেকর্ড:

ম্যাচ – ২

জয় – ২

পরাজয় – ২

 

ধর্মশালায় বিশ্বকাপের ম্যাচ:

১. আফগানিস্তান বনাম বাংলাদেশ, ৭ অক্টোবর, শনিবার, সকাল ১০.৩০

২. বাংলাদেশ বনাম ইংল্যান্ড, ১০ অক্টোবর, মঙ্গলবার, দুপুর ২.০০

৩. নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকা, ১৭ অক্টোবর, মঙ্গলবার, দুপুর ২.০০

৪. ভারত বনাম নিউজ়িল্যান্ড, ২২ অক্টোবর, রবিবার, দুপুর ২.০০

৫. অস্ট্রেলিয়া বনাম নিউজ়িল্যান্ড, ২৮ অক্টোবর, শনিবার, সকাল ১০.৩০

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial