India, West Indies Fined For Slow Over-rate During First T20I Get To Know

ত্রিনিদাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা একদমই ভাল হয়নি টিম ইন্ডিয়ার। গোদের ওপর বিষফোঁড়া স্লো ওভার রেটের জন্য ভারতীয় দলের ম্যাচ ফি-র পাঁচ শতাংশ কেটে নেওয়া হল। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছিলেন ভারতীয় বোলাররা। তার জন্যই এই শাস্তি পেতে হল হার্দিকদের। তবে জিতেও স্বস্তি নেই ক্যারিবিয়ানদের। তাঁদের ম্যাচ ফি-র ১০ শতাংশ কেটে নেওয়া হল। ফিল্ডিংয়ের সময় নির্ধারিত সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ বোলাররা ২ ওভার কম করেছিলেন। 

অনফিল্ড আম্পায়াররা ২ দলের অধিনায়ককেই সতর্ক করেছিলেন মাঠে। কিন্তু তাতেও কাজ হয়নি। পরে ম্য়াচ রেফারি দুজনকে ডেকে আর্থিক জরিমানার কথা জানা। যা মেনে নিয়েছেন হার্দিক ও রভমন।

সাফাই অর্শদীপের

ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (T20 Match) হারতে হয়েছে ভারতকে। ৪ রানে ম্যাচ জিতে যায় ক্যারিবিয়ানরা। ওয়ান ডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল তরুণ ভারতীয় দল। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে খেলতে নেমেছিল ভারতীয় দল। কিন্তু ব্যাটিং ভরাডুবির জন্যই ম্যাচ হারতে হয় ভারতীয় দলকে। মিডল অর্ডারে কেউই ক্রিটে সেট হয়ে দলকে ভরসা জোগাতে পারেননি। আর সেটাই মূল কারণ হিসেবে মানছেন দলের তরুণ পেসার অর্শদীপ সিংহও। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসে পঞ্জাবের তরুণ বলেন, ”আমার মনে হয় আমাদের একজন স্পেশালিস্ট ব্যাটার প্রয়োজন ছিল যে ক্রিজে শেষ পর্যন্ত থাকতে পারবে।” তিনি আরও বলেন, ”আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম ইনিংসে যতটা ভাল করতে পারতাম, তা পারিনি পরবর্তীতে। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল।”

১৯ তম ওভারে ব্যাট করতে এসে দুটো বাউন্ডারি হাঁকিয়েছিলেন অর্শদীপ। কিন্তু তাতেও ম্য়াচ জেতাতে পারেননি তিনি। তরুণ পেসার বলছেন, ”এরকম পরিস্থিতিতে যে কোনও ক্রিকেটার চায় যে নিজের সেরাটা দিতে। কঠিন পরিস্থিতিতে নিজেকে মেলে ধরতে হয়।”

উল্লেখ্য়, প্রথম ওয়ান টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে জয়ের জন্য ভারতের সামনে ১৫০ রানের লক্ষ্য ছিল। কিন্তু রান তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া। চার রানে পরাজিত হল টিম ইন্ডিয়া। ১৪৫/৯ শেষ হয়ে গেল ভারতের লড়াই।