Manipur Fresh Violence: বিধ্বস্ত মণিপুরে বাড়ির ভিতর ঢুকে ঘুমন্তদের নিশানা করে গুলি! মৃত ৩

জাতি দাঙ্গায় বিধ্বস্ত মণিপুরের অশান্ত পরিস্থিতি ঘিরে দিল্লির সংসদ যখন উত্তাল, তখন মণিপুরে কিছুতেই থামছে না মৃত্যু মিছিল। নতুন করে অশান্তির জেরে সেখানে মৃত্যু হয়েছে ৩ জনের। জানা গিয়েছে, বন্দুকধারী কয়েকজন একটি বাড়ির ভিতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় থাকা কয়েকজনকে টার্গেট করে গুলি চালায়। সেই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।  মৃতদের মধ্যে রয়েছেন বাবা ও ছেলে। ঘটনা মণিপুরের বিষ্ণুপুর এলাকার কওকতায় ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার ভোর রাত ৩ টে নাগাদ এই ঘটনা ঘটে গিয়েছে। একটি সূত্রের দাবি, গুলিবিদ্ধ ও দেহগুলিতে ছিন্নভিন্ন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আততায়ীরা। মৃতদের পরিচিতি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। মৃতরা হলেন ৬৭ বছরের ইমনাম পিশাক মেইতেই, তাঁর ছেলে ইয়ামনাম প্রেমকুমার মেইতেই, যাঁর বয়স ৩৯। এছাড়াও মারা গিয়েছেন, ৪৬ বছর বয়সী ইমানাম জিতেন মেইতেই। মণিপুরের কওকতা লামহাই ওয়ার্ড ৮ এর বাসিন্দা তাঁরা। প্রসঙ্গত, এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে মণিপুরের নিরাপত্তা নিয়ে। প্রশ্ন উঠছে , বন্দুক, অস্ত্র নিয়ে কীভাবে কেউ নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ঘরে ঢুকে পড়ে? যেখানে কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী রয়েছে, সেখানে কীভাবে এতটা বিঘ্নিত হতে পারে নিরাপত্তা? এদিকে, দিল্লিতে সংসদ উত্তাল মণিপুর ইস্যুতে। কয়েকদিন আগেই সেখানে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় প্যারাড করানোর ঘৃণ্য দৃশ্যের ভিডিয়ো সামনে আসে। যে ঘটনা গত ৪ মের। গোটা ভিডিয়ো ঘিরে নিন্দা, ক্ষোভে উত্তাল হয় দেশ। প্রধানমন্ত্রী কড়া বার্তায় জানান, ‘রেয়াত করা হবে না’ দোষীদের। সেরাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংও দাবি করেন , দোষীদের মৃত্যুদণ্ডের জন্য তাঁর রাজ্য লড়বে আইনিপথে। এদিকে, তারপরও মণিপুরের এই নয়া নৃশংস হত্যালীলার ঘটনা ফের প্রশ্ন তুলছে, সেরাজ্যের নাগরিকদের নিরাপত্তা নিয়ে। এদিতে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিরোধী জোটের বহু নেতা নেত্রীই ক্ষোভে ফেটে পড়েছেন মণিপুর ইস্যুতে।

গ্রাউন্ড রিপোর্ট বলছে, গত কয়েক সপ্তাহ ধরে মণিপুরের কওক্তা এলাকা বেশ থমথমে ছিল। উপজাতি ও উপজাতি নয়, এমন দুই গোষ্ঠীর মধ্যে বহু দিন ধরে সেখানে চলছিল সংঘাত। ঘচনাকে নজরে রেখে, এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী। যাতে হিংসা আর বেশ ছড়াতে না পারে। তবে তারপরও নিরাপত্তার বেড়াজাল পেরিয়ে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন।