Pakistan Cricketers Set To Receive ‘historic’ Hike In New Contracts, Know In Details

লাহৌর: এশিয়া কাপ (Asia Cup) ও ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) আগে সুখবর পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) জন্য। সব কিছু ঠিকঠাক চললে বেতন বাড়তে চলেছে পাক ক্রিকেটারদের। আর সেটা নেহাত কম অঙ্কের নয়, বরং বলা হচ্ছে এত অর্থ এর আগে পাক ক্রিকেটারেরা কখনও পাননি। ঐতিহাসিক চুক্তি করা হতে পারে বাবর আজ়ম, শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে।

সূত্রের খবর, তিন পাক ক্রিকেটার – বাবর আজ়ম, মহম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি পেতে পারেন সর্বোচ্চ বেতন। পাকিস্তানি মুদ্রায় মাসিক সাড়ে চার মিলিয়ন। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা! গতবারের তুলনায় চারগুণ বেশি!

শোনা যাচ্ছে, টেস্ট ও সীমিত ওভারের কত্রিকেটারদের আলাদা ভাবে ভাগ করে চুক্তি করা হবে। চারটি বিভাগে ক্রিকেটারদের ভাগ করা হতে পারে। বাবর, রিজওয়ান ও শাহিন সব ধরনের ক্রিকেট খেলার সুবাদে ক্যাটেগরি এ-তে থাকবেন।

ক্যাটেগরি বি-তে যাঁরা থাকবেন, তাঁদের দেওয়া হবে সম্ভবত পাকিস্তানি মুদ্রায় মাসিক ৩ মিলিয়ন। ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লক্ষ টাকা। ক্যাটেগরি সি-তে যাঁরা থাকবেন, তাঁরা প্রত্যেক মাসে পাবেন ভারতীয় মুদ্রায় আনুমানিক সাড়ে চার লক্ষ টাকা। ক্যাটেগরি ডি-তে যাঁরা থাকবেন, তাঁরা প্রত্যেক মাসে পাবেন ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩ লক্ষ টাকা। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকেই বলা হচ্ছে যে, ঐতিহাসিক চুক্তি হতে চলেছে ক্রিকেটারদের সঙ্গে। তবে এর নেপথ্যে বেশ কয়েকটি কারণ রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পাকিস্তানি টাকার দাম পড়ছে। মুদ্রাস্ফীতি ভয়ঙ্কর। পাশাপাশি আইসিসি থেকে প্রাপ্ত লভ্যাংশ গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে এবার।

পাকিস্তানের ক্রিকেটারেরা আইপিএলে ব্রাত্য। তবে অন্যান্য বিদেশি লিগে তাঁরা খেললেও নির্ভর করে বোর্ডের অনুমতি দেওয়ার ওপর। পিসিবি-র মসনদে ক্ষমতা বদল হলে যা সময় সময় বদলে যায়। রামিজ় রাজা পিসিবি প্রধান থাকাকালীন সব সময় বিদেশি লিগে খেলার ছাড়পত্র দেওয়া হতো না। যা নিয়ে ক্ষোভও ছিল সর্বমহলে।

পরের মরসুম থেকে কটা লিগে খেলার ছাড়পত্র পাবেন পাক ক্রিকেটারেরা, তা নিয়ে দর কষাকষি চলছে। শোনা যাচ্ছে, বোর্ডের কেন্দ্রীয় চুক্তির প্রথম দুই ক্যাটেগরি ভুক্ত ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগ ছাড়া আর কোনও একটি বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হবে। তবে যাঁরা পরের দুই ক্যাটেগরি ভুক্ত হবেন, তাঁরা হয়তো একাধিক লিগে খেলার অনুমতি পাবেন।