Snake bite: পরীক্ষা চলাকালীন ক্লাসরুমে ঢুকে ছাত্রীকে ছোবল মারল সাপ

বর্ষা শুরু হতেই বেড়েছে সাপের উপদ্রব। বসতি বাড়িতে যেমন সাপ দেখা যাচ্ছে তেমনিই বিভিন্ন স্কুলে সাপের উপদ্রব বেড়েছে। ধূপগুড়ি ব্লকের শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের পর এবার সাপের আতঙ্ক ছড়াল ধুপগুড়ি গার্লস হাই স্কুলে। শুধু তাই নয়, পরীক্ষা চলাকালীন সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়ে দশম শ্রেণির এক ছাত্রী। এই ঘটনার জেরে স্কুলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ওই ছাত্রীর নাম সোয়া আকতার। আজ শনিবার পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ক্লাস রুমের মধ্যে সাপ ঢুকে পড়ে ছাত্রীকে কামড়ে দেয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মৃত্যু স্বামী – স্ত্রীর

স্কুল সূত্রে খবর, আজ স্কুলে দশম শ্রেণির ইউনিট টেষ্টের জীবনবিজ্ঞান পরীক্ষা ছিল। তখন আচমকা একটি সাপ ঢুকে পড়ে এবং ছাত্রীকে কামড়ে দেয়। ঘটনার পরে অসুস্থ বোধ করে ছাত্রীটি। সে স্কুলের শিক্ষিকাদের বিষয়টি জানাতেই তাঁরা পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা তাকে ধুপগুড়ি হাসপাতালে ভর্তি করেন। যদিও সাপের নাম জানাতে পারেননি স্কুল কর্তৃপক্ষ। তবে শিক্ষিকারা সাপের ছবি তুলে রাখে। এই ঘটনার পরেই কার্যত ভয় পেয়ে যায় ছাত্রী এবং অভিভাবকরা।

অন্যদিকে, ধুপগুড়ির শালবাড়ি উচ্চ বিদ্যালয়ে এদিনই সাপের আতঙ্ক ছড়ায়। স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলে প্রার্থনা চলার সময় একটি কক্ষের মধ্যে সাপ দেখতে পায় পড়ুয়ারা। বিশালাকার সাপ দেখার পরে তারা আতঙ্কিত হয়ে পড়ে। এরপর সেই সাপটিকে স্কুলের প্রধান শিক্ষক নিজেই বের করে লাঠিতে জড়িয়ে দৌড়ে জলাভূমিতে ফেলে দেন।

জানা যায়, সাপটি স্কুলের কক্ষে প্রবেশ করার সময় দরজার নিচের ফাঁকে আটকে যায়। সেটি ভিতরে ঢুকতে পারছিল না বাইরেও বের হতে পারছিল না। এই অবস্থায় প্রায় আধ ঘণ্টা ধরে লাঠির সাহায্যে সাপটিকে বের করার চেষ্টা করেন প্রধান শিক্ষক। এরপর সাপটিকে লাঠিতে করে নিয়ে দৌড়তে শুরু করেন। স্কুলের পক্ষ থেকে সাপ উদ্ধারের পর পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রধান শিক্ষকের এক তৎপরতায় খুশি অন্যান্য শিক্ষক এবং ছাত্ররা। 

অন্যদিকে, এর আগের দিনই পূর্ব বর্ধমান জেলার কালনার মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশন স্কুলে সাপের আতঙ্ক ছড়ায়।  বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা বন্ধ করে দেয়। বৃহস্পতিবার ওই স্কুলে শুরু হয়েছিল ক্লাস ফাইভ থেকে নাইনের হাফইয়ারলি পরীক্ষা। শুক্রবারও ছিল পরীক্ষা। কিন্তু পরীক্ষা চলাকালীন হঠাৎই সিসিটিভি ক্যামেরায় সাপ ধরা পড়ে। এরপর এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে স্বর্প বিশারদের দল এসে পৌঁছয় স্কুলে। কিন্তু, স্কুলে কোনও সাপ মেলেনি। যদিও সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে স্বর্প বিশারদরা জানান যে ওই সাপ বিষধর নয়। তবে সাপ ধরা না  পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।