ভাঙড়ে ৩ থেকে বেড়ে থানা হচ্ছে ৯টি, দেখে নিন তালিকা

ভাঙড়কে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত করতে ৩টি থানা ভেঙে হচ্ছে ৯টি থানা। রবিবার জানা গেল কোথায় কোথায় হচ্ছে নতুন থানা। এই ৯টি থানা নিয়ে আলাদা ডিভিশন গঠন করবে কলকাতা পুলিশ।

গত ২৬ জুলাই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে মুখ্যমন্ত্রী ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনতে নির্দেশ দেন। এর পর শুরু হয় তৎপরতা। নতুন থানাগুলির এলাকা নির্ধারণের জন্য ভূমি ও ভূমিরাজস্ব দফতরের দ্বারস্থ হয় পুলিশ। ৭ দিনের মধ্যেই ৯ থানার সীমানা চূড়ান্ত করে ফেলল ভূমি ও ভূমিরাজস্ব দফতর। তার পরই জানা গেল থানার নাম।

কলকাতা পুলিশ সূত্রে খবর, লেদার কমপ্লেক্স থানা আগে থেকেই তাদের অধীনে ছিল। সেই থানা ভেঙে হাতিশালা ও পোলেরহাট থানা হচ্ছে। কাশীপুর থানা ভেঙে হচ্ছে উত্তর কাশীপুর থানা। ভাঙড় থানা ভেঙে হচ্ছে নারায়ণপুর, বোদরা ও চন্দনেশ্বর থানা।

এই ন’টি থানা যোগ হলে কলকাতা পুলিশের থানার সংখ্যা বেড়ে হবে ৮৯। ডিভিশনের সংখ্যা বেড়ে হবে ১১। তবে পুলিশি পাহারায় ভাঙড় শান্ত হবে কি না সেটা লাখ টাকার প্রশ্ন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।