যুক্তরাষ্ট্রের হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভেঙে দিলো সুইডেন

মেয়েদের বিশ্বকাপের গত দুইবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে বিদায় করে দিলো সুইডেন। শেষ ষোলোতে পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে জিতেছে তারা। তাতে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভেঙে গেলো আমেরিকানদের। ২০০৩ সালের রানার্সআপ সুইডেন গতবার ইংল্যান্ডের কাছে হেরে তৃতীয় হয়েছিল। 

পুরো ম্যাচে আক্রমণাত্মক ছিল যুক্তরাষ্ট্র। সুইডিশ গোলকিপার জেকিরা মুসোভিচ দেখান বীরত্ব। চারবারের চ্যাম্পিয়ন আমেরিকানদের ১১টি শট ঠেকান তিনি। 

৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য থেকে। অতিরিক্ত সময়েও কোনও দল গোলমুখ খুলতে পারেনি।

নাটকীয়তায় ভরা পেনাল্টি শুটআউট জিতে দুইবারের বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করে সুইডেন।

পেনাল্টিতে প্রথম দুটি করে শটে গোল পায় দুই দলই। তৃতীয় শটে ক্রিস্টি মেউইস করেন গোল, তবে গোলপোস্টের ওপর দিয়ে বল মারেন নাথালি বিয়র্ন। একইভাবে যুক্তরাষ্ট্রও সুযোগ নষ্ট করে মেগান রাপিনোর শটে। রেবেকা ব্লোমভিস্টকে ঠেকিয়ে যুক্তরাষ্ট্রের কিপার এলিসা নায়েহের ঠেকিয়ে দেন। 

তাতে সোফিয়া স্মিথের সামনে ছিল আমেরিকানদের জেতানোর সুযোগ। কিন্তু দেশকে হতাশ করে ডানদিক দিয়ে বল বাইরে পাঠান। সপ্তম শটে যুক্তরাষ্ট্রে কেলি ও’হারা ডানপোস্টে আঘাত করেন। আমেরিকানদের জন্য এই হার আরও বেদনাদায়ক করে তোলে লিনা হুর্তিগের শট কিপার সেভ করার পরও ভিএআরে গোলের সিদ্ধান্ত হলে। বল নায়েহের ঠেকালেও গোললাইন পেরিয়ে গিয়েছিল।   

এর আগে বিশ্বকাপে কেবল একবারই পেনাল্টি শুটআউটে হেরেছিল যুক্তরাষ্ট্র, ২০১১ সালের ফাইনালে জাপানের কাছে।