CV Anand Bose: ‘পিস রুম’এর পর এবার ‘পিস ট্রেন’ চালানোর প্রস্তাব রাজ্যপালের, ফোঁস করে উঠল তৃণমূল

রেলের অনুষ্ঠানে যোগ দিয়ে ফের রাজ্যের দুর্নীতি ও হিংসা নিয়ে সরব হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রেলমন্ত্রীকে অনুরোধ করলেন শিয়ালদা থেকে দার্জিলিং পর্যন্ত ‘পিস এক্সপ্রেস’ ট্রেন চালাতে। কেন্দ্রের মঞ্চে রাজ্যের সমালোচনা করায় রাজ্যপালকে আক্রমণ করেছে তৃণমূল। তাঁদের দাবি, উচ্চাকাঙ্খা থেকে রাজ্যকে আক্রমণ করছেন রাজ্যপাল।

রবিবার সকালে শিয়ালদা স্টেশনে ‘অমৃত স্টেশন’ প্রকল্পের উদ্বোধনে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘পশ্চিমবঙ্গের তিনটি ট্রেন দরকার। একটি কিশান এক্সপ্রেস। যাতে করে কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে আসতে পারবেন। একটি কালচার অন হুইল ট্রেন। যা রাজ্যের উর্বর সংস্কৃতি সম্পর্কে সবাইকে আরও সমৃদ্ধ করবে। রাজ্যের সব থেকে বড় ২ শত্রু হচ্ছে হিংসা ও দুর্নীতি। তাই একটি পিস ট্রেন চালানোর জন্য আমি রেলমন্ত্রীকে অনুরোধ করব। যেটি এখান থেকে নিউ জলপাইগুড়ি হয়ে দার্জিলিং যাবে।’

রাজ্যপালের মন্তব্যের সমালোচনা করে তৃণমূল সাংসদ শান্তনু সেন টুইটারে লিখেছেন, বাম জমানায় রাজ্যের কী অবস্থা ছিল রাজ্যপালের সেই খোঁজ নেওয়া উচিত। অন্যান্য বিজেপিশাসিত রাজ্যে কী পরিস্থিতি সেটাও জানা উচিত তাঁর। কেন্দ্রের অনুষ্ঠানে রাজ্যের বিরুদ্ধে এই ধরণের মন্তব্য কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। জগদীপ ধনখড়ের মতো আরও উচ্চ পদ পাওয়ার লোভে উনি এই সব করছেন।