Chandrayaan 3 Latest Update: নীলাভ-সবুজ রঙের মোহ! চাঁদের কক্ষপথে পৌঁছে প্রথম ছবি পাঠাল চন্দ্রযান ৩- ভিডিয়ো

ইতিমধ্যে চাঁদের কক্ষপথে প্রবেশ করে গিয়েছে চন্দ্রযান-৩। সেখান থেকে চাঁদকে কীরকম দেখাচ্ছে এবং নিজের ‘চোখ’ দিয়ে কীভাবে চাঁদকে দেখেছে চন্দ্রযান-৩, সেই ছবি সামনে আনল ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। ভিডিয়ো হিসেবে সেই অপূর্ব মুহূর্তের ছবি প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ সংস্থা। রবিবার রাত ১১ টা নাগাদ চন্দ্রযান ৩-র বড় ‘পরীক্ষা’-র আগে প্রকাশ করা ৪৫ সেকেন্ডের সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে ক্রমশ বড় হয়ে যাচ্ছে চাঁদ। কিছুটা নীলাভ-সবুজ লাগছে। যত সময় এগোচ্ছে, চাঁদের বুকের ‘ক্ষতগুলি’ তত বড় হয়ে উঠছে। যেহেতু চাঁদকে পাক খেয়ে ঘুরছে চন্দ্রযান-৩, তাই পৃথিবীর একমাত্র উপগ্রহের পাশের অংশও দেখা গিয়েছে ওই ভিডিয়োয়।

আরও পড়ুন: Chandrayaan 3 Latest Update: বুক ফুলিয়ে চাঁদের পাড়ায় চন্দ্রযান-৩! এবার অপেক্ষা সফল ল্যান্ডিংয়ের

চন্দ্রযান ৩-র ইতিবৃত্ত

গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ‘বাহুবলী’ এলভিএম৩-এম৪ রকেটে চেপে পাড়ি দেয় চন্দ্রযান-৩। শনিবার চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে ভারতের চন্দ্রযান। অর্থাৎ ইতিমধ্যে নিজের যাত্রাপথের দুই-তৃতীয়াংশ পার করে ফেলেছে। ইসরোর তরফে জানানো হয়েছে যে আগামী আড়াই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ অগস্ট বিকেল ৫ টা ৪৩ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-৩। যে মুহূর্তের জন্য অপেক্ষা করে আছেন কোটি-কোটি ভারতীয়। চার বছর আগে যে পর্যায়ে স্বপ্ন ভেঙে গিয়েছিল, সেই পর্যায় পেরিয়ে চাঁদে অবতরণের মুহূর্তের সাক্ষী থাকতে মুখিয়ে আছে পুরো দেশ।

আরও পড়ুন: Gaganyaan mission: স্বপ্নপূরণের পথে আরও একধাপ এগিয়ে গেল ‘গগনযান’ মিশন, উদ্ধারকাজ নিয়ে হল পরীক্ষা

এমনিতে শনিবার সন্ধ্যায় সাতটা নাগাদ চাঁদের কক্ষপথে প্রবেশের পর ভারতীয় মহাকাশ সংস্থাকে প্রথম বার্তায় চন্দ্রযান-৩ জানায়, ‘আমি চাঁদের টান অনুভব করছি।’ আপাতত পুরোপুরি ‘সুস্থ’ আছে ইসরোর স্বপ্নের মিশন চন্দ্রযান-৩। যে মিশনের জন্য মাত্র ৬০০ কোটি টাকা খরচ হয়েছে। আর সেই মিশন যদি সফল হয়, তাহলে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে অবতরণের নজির গড়বে ভারত। তবে এখনও পর্যন্ত যে তিনটি দেশ (আমেরিকা, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন এবং চিন) চাঁদে পা রেখেছে, সেই তিনটি দেশই চন্দ্রের নিরক্ষীয় অঞ্চলের কাছে অবতরণ করেছে। সেখানে চিনের দক্ষিণ মেরুতে অবতরণের লক্ষ্যমাত্রা নিয়েছে ইসরো। সেই মিশন সফল হলে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ভারত।