Durand Cup 2023: East Bengal To Start Campaign Playing Against Bangladesh Army Team On Sunday

কলকাতা: চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান (Mohun Bagan) প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে ৫ গোলে বিধ্বস্ত করে অভিযান শুরু করেছে। রবিবার ডুরান্ড কাপে (Durand Cup) নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রতিপক্ষ? বাংলাদেশ সেনাবাহিনি। যাদের ৫ গোল দিয়েছিল সবুজ-মেরুন শিবির।

রবিবার ডুরান্ড কাপে অভিযানের শুরুতেই লাল-হলুদের প্রতিপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী। যারা দু’দিন আগেই মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পাঁচ গোলে হেরেছে।

ইন্ডিয়ান সুপার লিগে খেলা শুরু করার পর থেকেই ইস্টবেঙ্গলের সময় ভাল যাচ্ছে না। গত তিন মরশুম ধরে তারা লিগ টেবিলের একেবারে নীচের দিকে থেকে শেষ করেছে। এ বার তাই নড়েচড়ে বসেছে ক্লাবের ম্যানেজমেন্ট। দলের ভোল পাল্টানোর কাজ যেমন চলছে, তেমনই দলকে নতুন দিশা দেখাতে কোচ করে আনা হয়েছে আইএসএলে সফল কার্লেস কুয়াদ্রাতকে। যিনি ২০১৮-য় প্রধান কোচ হিসেবে বেঙ্গালুরু এফসি-র দায়িত্ব নিয়ে প্রথম মরশুমেই (২০১৮-১৯) সেই দলকে আইএসএল চ্যাম্পিয়ন করেন। তাঁরই প্রশিক্ষণে বেঙ্গালুরু একই মরশুমে লিগসেরা ও ট্রফিজয়ী দুইই হয়।

এ বার ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও তিনি সেটা করতে পারবেন কি না, সে তো সময়ই বলবে। কিন্তু সারা মরশুমের জন্য যথেষ্ট আত্মবিশ্বাস পেতে মরশুমের শুরুটা যে ভালভাবে করতে হবে, তা খুব ভাল করেই জানেন ইস্টবেঙ্গল কোচ। তাই ডুরান্ড কাপকে সে ভাবেই দেখছেন তিনি।

ডুরান্ডে অভিযান শুরু করার আগে কুয়াদ্রাত বলেছেন, ‘যে কোনও দল তৈরি করতে সময় লাগে। সমর্থকেরাও অনেক আত্মত্যাগ করেন। তাঁরা চান প্রিয় দল ট্রফি জিতুক। আমরা চাই দলের ভবিষ্যতের ভিত তৈরি করে দিতে। একটা পদ্ধতি শুরু করে দিতে চাই।’

স্প্যানিশ ফরোয়ার্ড হাভিয়ে সিভেরিও ও তাঁরই স্বদেশীয় সেন্ট্রাল মিডফিল্ডার সল ক্রেসপোকে সই করায় কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব। শনিবার ক্লাবের পক্ষ থেকে ঘোষণা করা হয়,দুই ডিফেন্ডার অস্ট্রেলিয়ার জর্ডন এলসি ও স্পেনের হোসে আন্তোনিও পার্দো লুকাসকে এ মরশুমে লাল-হলুদ জার্সি গায়ে খেলতে দেখা যাবে। গত মরশুমের দলে থাকা বিদেশি ডিফেন্ডার ইভান গঞ্জালেস, স্ট্রাইকার ক্লেটন সিলভা আছেন এ বারেও।

এ ছাড়া হায়দরাবাদ এফসি থেকে স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা গঞ্জালেস, সফল ভারতীয় উইঙ্গার নন্দকুমার শেখর, ডিফেন্ডার নিশু কুমারকেও সই করায় কলকাতার তারা। চলতি মাসে কেরালা ব্লাস্টার্স থেকে তিন বছরের জন্য নিয়ে এসেছে পাঞ্জাবের গোলকিপার প্রভসুখন গিলকেও। এ ছাড়াও একাধিক জুনিয়র ফুটবলারকে দলে নিয়েছে তারা।

আরও পড়ুন: Eden Gardens: কালীপুজোর দিন নিরাপত্তা নিয়ে জটিলতা, ইডেনে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ করতে ভরসা মুখ্যমন্ত্রী?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial