IND Vs WI 2nd T20: Tilak Varma Breaks Suryakumar Yadav’s Record

গায়ানা: নিজের আন্তর্জাতিক অভিষেকেই ধুঁয়াধার ৩৯ রানের ইনিংস খেলেছিলেন তিলক ভার্মা (Tilak Varma)। তাঁর নির্ভীক মনোভাবে ব্যাটিংয়ে অধিনায়ক হার্দিক পাণ্ড্যর প্রশংসায় কুড়িয়ে নিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও (India vs West Indies 2nd T20) ফের জ্বলে উঠলেন তিনি। ৪১ বলে খেললেন ৫১ রানের ইনিংস। এই ইনিংসের সুবাদেই নয়া ইতিহাসও গড়ে ফেললেন তিলক।

তিলকের রেকর্ড

এতদিন পর্যন্ত বর্তমান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার (আইসিসি ব়্যাঙ্কিংয়ের বিচারে) সূর্যকুমারের দখলেই ভারতীয় হিসাবে নিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে সর্বাধিক রান করার রেকর্ড ছিল। সূর্যকুমার নিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে ৮৯ রান করেছিলেন। তিলক দুই ম্যাচে ৩৯ ও ৫১, মোট ৯০ রান করে সেই রেকর্ড নিজের নামে করে ফেললেন। তবে তাঁর রেকর্ড সত্ত্বেও ভারত কিন্তু ম্যাচ জিততে পারল না।

নির্ধারিত ২০ ওভারে তিলকের ব্যাটে ভর করেই ভারতীয় দল ১৫২/৭ রান স্কোরবোর্ডে তুলেছিল। তবে নিকোলাস পুরানের বিধ্বংসী ৬৭ রানের ইনিংস এবং আকিল হোসেনের পরিপক্ক ১৬ রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ় সাত বল বাকি থাকতেই দুই উইকেটে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে নেয়। হার্দিক পাণ্ড্য তিন উইকেট এবং যুজবেন্দ্র চাহাল ১৬তম ওভারে দুই উইকেট নিয়ে ভারতকে ম্যাচে জয় এনে দেওয়ার চেষ্টা করেছিলেন বটে, তবে বিফলে গেল সেই প্রচেষ্টা। পাঁচ ম্য়াচের সিরিজে ২-০ পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়া।

তিলকের বিশেষ সেলিব্রেশন

এদিন ম্যাচে তিলক অর্ধশতরান করেই এক বিশেষ রকমের নাচের মাধ্যমে তা উদযাপন করেন। ম্যাচ শেষে তিনি জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) মেয়ে সামাইরাকে তিনি নিজের প্রথম আন্তর্জাতিক শতরান বা অর্ধশতরান করার পর এইভাবে তা উদযাপন করবেন বলে কথা দিয়েছিলেন। সেইমতোই কথা রাখলেন তিনি। তিলক বলেন, ‘আমি আর স্যামি, রোহিত ভাইয়ের মেয়ে, আমদের সম্পর্ক খুবই মিষ্টিমধুর। আমরা সবসময়ই এমন মজার ছলে নাচ করি। ওকে কথা দিয়েছিলাম প্রথম শতরান বা অর্ধশতরানের পর এমনভাবেই তা উদযাপন করব। ওর জন্যই এই সেলিব্রেশনটা করেছি।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: কাজে দিল না হার্দিক, চাহালের লড়াই, আকিলের পরিপক্ক ব্যাটিংয়ে সিরিজে ২-০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ়