Male nurse: প্রথা ভেঙে রাজ্যের হাসপাতালে বাড়ছে পুরুষ নার্সের সংখ্যা

সাধারণত নার্সিংয়ের সঙ্গে যুক্ত হয়ে থাকেন মহিলারা। রাজ্যের সমস্ত হাসপাতালেই নার্সরা চিকিৎসা পরিষেবার অবিচ্ছেদ্য অংশ। তবে এবার সেই প্রথার বদল হয়েছে। এই পেশায় চিরাচরিত প্রথা ভেঙে এখন পুরুষরাও এগিয়ে আসছেন। ফলে হাসপাতালগুলিতে উল্লেখযোগ্যভাবে মেল নার্সের সংখ্যা বেড়েছে। এতদিন কেরালা এবং দক্ষিণ ভারতে যুবকদের একাংশ নার্সিং পেশার সঙ্গে যুক্ত হতেন। তবে এবার উল্লেখযোগ্যভাবে রাজ্যের মেল নার্সের সংখ্যা বেড়েছে। সাধারণত দক্ষিণ ভারত এবং কেরালায় মেল নার্সদের ‘ব্রাদার’ বলে সম্বোধন করা হয়ে থাকে। তবে বাংলাতেও মহিলাদের পাশাপাশি পুরুষরা নার্সিং পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন। 

আরও পড়ুন: ক্লিনিকের মধ্যেই নার্সকে ধর্ষণের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে, গ্রেফতার

নার্সিং পেশার সঙ্গে যুক্ত হওয়ার জন্য যাতে আরও বেশি সংখ্যক পুরুষ এগিয়ে আসেন তার জন্য উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বিভিন্ন সরকারি হাসপাতালে মেল নার্সদের নিয়োগ করা হয়েছে। বর্তমানে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন হাসপাতালে মেল নার্সের সংখ্যা ১০০০ জন। তার মধ্যে সম্প্রতি রাজ্যে স্বাস্থ্য দফতর সম্প্রতি ৩২৫ পুরুষ নার্সকে নিয়োগ করেছে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও প্রতিদিন মেল নার্সদের সংখ্যা বাড়ছে। মেল নার্সদের সংখ্যা বাড়ায় খুশি মহিলা নার্সরাও। এ বিষয়ে সরকারি হাসপাতালে কর্মরত এক নার্স বলেন, ‘মহিলারা সবসময় সব ধরনের পেশাতে সুযোগ পাওয়ার জন্য আন্দোলন চালাচ্ছেন। তাহলে সে ক্ষেত্রে কেন পুরুষরা নার্স হওয়ার সুযোগ পাবেন না। কেন তাদেরকে আলাদা করে বিচার হবে?’ তাঁর মতে, একজন মানুষের সেবা করার জন্য আর একজনকে ভালো মনের মানুষ হতে হবে। তাহলেই তিনি নার্সের কাজ করতে পারবেন। সেখানে মেয়ে হলে যে মানুষের সেবা করতে পারবে আর পুরুষ হলে যে পারবে না তা ঠিক নয়। সকলকে সমানভাবে সুযোগ দেওয়া প্রয়োজন।

অন্যদিকে, মেল নার্সরাও সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের বক্তব্য, ছেলেদের নার্সিং পড়ার সময় অনেকেই অবাক হয়ে যান। অনেকে সমালোচনা করেন। কিন্তু পরে বোঝা যায় যে সেটা ভুল সিদ্ধান্ত নয়। এক মেল নার্সের বক্তব্য, ‘আমি রোগীদের যত্ন নেওয়ার সময় কোনওভাবেই গাফিলতি করি না। সরকারের মেল নার্স নিয়োগ করা নিয়েও তাঁরা খুশি।

উল্লেখ্য, বাংলার বুকে এতদিন ছেলেদের জন্য নার্সিং ট্রেনিং নিয়ে উচ্চশিক্ষার কোনও ব্যবস্থা ছিল না। কিন্তু উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে বাংলার প্রথম মেল নার্সিং কলেজ তৈরির কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেইমতোই অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে ৩২০০ বর্গফুট জায়গা জুড়ে রাজ্যের প্রথম পুরুষ নার্সিং কলেজের ভবন নির্মাণের কাজ চলছে পুরোদমে। এই কলেজে অত্যাধুনিক মানের ল্যাব সহ ক্লাসরুম ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে চিকিৎসা পরিষেবা তুলে ধরার প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা জানিয়েছে সরকার। মনে করা হচ্ছে ২০২৪ এর নতুন শিক্ষাবর্ষে পঠন-পাঠন শুরু করা হতে পারে এই মেল নার্সিং কলেজে।