Muslim Politics: রাজ্যে কিছু মমতা মুসলিম আছে, যারা জুয়া খেলে: শুভেন্দু

লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের মুসলিম অধ্যুষিত বুথেও সংগঠন বৃদ্ধির নির্দেশ দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে নিজের বিধানসভা কেন্দ্রীয় নন্দীগ্রামে এক দলীয় সভা থেকে এই নির্দেশ দেন তিনি। সভায় মুসলমিদের ‘মমতা মুসলিম’ ও ‘রাষ্ট্রবাদী মুসলিম’এ ভাগ করেন তিনি।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘সংখ্যালঘু বুথগুলোকেও ছেড়ে রাখবেন না। আমি দেখছিলাম পিছনে অনেক নির্দল দাঁড়ানো সংখ্যালঘু প্রার্থীরা আজকে আপনাদের সভায় এসেছেন। আমি ২ জনের সঙ্গে হাতও মিলালাম। তারা আমাদের সঙ্গে আসছে, এরা রাষ্ট্রবাদী। একদল মুসলিম আছে, যারা মমতা মুসলিম। তারা জুয়া খেলে। আর যারা রাষ্ট্রবাদী, তারা বিশ্বাস করে, নরেন্দ্র মোদী হিন্দু – মুসলমান দেখে শৌচালয় দেয়নি। যারা বিশ্বাস করেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনায় হিন্দু – মুসলমান ভাগাভাগি করেননি’।

লোকসভা নির্বাচনে জয় নিশ্চিত করতে দেশজুড়ে মুসলিমদের অস্থা অর্জনের লক্ষ্যে দলীয় কর্মীদের ঝাঁপাতে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে যে সব রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে মুসলিমদের মন পেতে বিশেষ জোর দিতে নির্দেশ দিয়েছিলেন তিনি। বাংলায় পরিস্থিতি আলাদা হলেও বিজেপির একাংশের মতে ২৭ শতাংশ মুসলিমের রাজ্যে তাদের ভোট ছাড়া ক্ষমতায় আসা অসম্ভব।