Nusrat Jahan News : ‘এত বছর পর অভিযোগ কেন?’ নুসরত প্রসঙ্গে প্রশ্ন মন্ত্রী চন্দ্রিমার

টাকা নিয়ে ফ্ল্যাট না দেওয়ার অভিযোগ উঠেছে বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের বিরুদ্ধে। সাংবাদিক বৈঠক করে সেই অভিযোগ অস্বীকার করেছেন অভিনেত্রী। এই অভিযোগ নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক দলীয় অনুষ্ঠানে নুসরতের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুখ খোলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এ দিন মণিপুরে মহিলাদের উপর নিগ্রহের প্রতিবাদে চুঁচুড়া পিপুলপাতি মোড় থকে ঘড়ির মোড় পর্যন্ত একটি মিছিল করে তৃণমূল। সেই কর্মসূচির পর সাংবাদিকদের প্রশ্ন জবাবে চন্দ্রিমা বলেন, ‘নুসরতের ফ্যাক্ট যদি ফ্যাক্ট হয় তাহলে তাঁর বিরুদ্ধে এত বছর পর অভিযোগ করার মানে কী! আইন আইনের পথে চলবে। আমি অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করছি না। নুসরতেরও অধিকার আছে আত্মপক্ষ সমর্থন করার।’

এর আগে তিনি পঞ্চায়েত ভোট প্রসঙ্গে বলেন, ‘পঞ্চায়েত ভোটে রাজ্যে হিংসার খোঁজ নিতে বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছে। কিন্তু তাঁরা কেউ তৃণমূল কর্মীদের মৃত্যুর ফ্যাক্ট খুঁজে দেখেননি। পঞ্চায়েত ভোটে ১৮জন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। ’

প্রসঙ্গত, শুক্রবারই বিধানগর পুরসভার তৃণমূল কাউন্সিলর তুলসী সিনহা রায়ের নেতৃত্বে কিছু মানুষ গিয়ে বিজেপি বিধায়ক লকেট চট্টাপাধ্যায়ের বিরুদ্ধে রোজভ্যালি কান্ডে যুক্ত থাকার অভিযোগ জানিয়ে এসেছে ইডির অফিসে। বিজেপির থেকে বলা হচ্ছে, নুসরতের পাল্টা হিসাবে এই অভিযোগ করা হয়েছে। এই প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, ‘ইডির কাছে সমাজকর্মীদের কেউ কেউ গিয়ে অভিযোগ জানিয়েছেন। সেখানে আমাদের কাউন্সিলারও ছিলেন। এটা নুসরথের পাল্টা অভিযোগ করা নয়। যদি কোথাও কিছু ঘটে থাকে তবে সেটা তো ঘটনা।’

(পড়তে পারেন। নুসরতের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, মুখ খুললেন সঙ্গী যশ দাশগুপ্ত)

ফ্ল্যাট তৈরির নামে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের মাধ্যমে যে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। যে সংস্থার একসময় ডিরেক্চর পদে ছিলেন নুসরত। অভিযোগ, প্রতারণার টাকায় নুসরত নিজে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। যদিও সম্প্রতি সাংবাদিক সম্মেলনে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে নুসরত জানান, তিনি ওই সংস্থার থেকে ঋণ নিয়েছিলেন, যা তিনি পরে পরিশোধও করে দেন। এদিকে আবার নুসরতের এই দাবি অস্বীকার করেছেন সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিংয়ের। তিনি সাফ জানিয়েছেন, সংস্থার তরফে নুসরতকে কোনও ঋণ দেওয়া হয়নি। 

নুসরতের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগের মাঝে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রীর সঙ্গী যশ দাশগুপ্ত। তাঁর দাবি, প্রতারণার অভিযোগ সত্যি নয়।