Resignation: আদালতকক্ষেই নিজের ইস্তফার কথা ঘোষণা করলেন বোম্বে হাইকোর্টের বিচারপতি

বোম্বে হাইকোর্টের বিচারপতি রোহিত বি দেও। ইস্তফা দিলেন তিনি। খবর বার অ্য়ান্ড বেঞ্চের প্রতিবেদন অনুসারে। হাইকোর্টের নাগপুর বেঞ্চে বসতেন তিনি। শুক্রবার আদালতকক্ষের মধ্য়েই তিনি একথা জানিয়েছেন। তবে এদিন সেই ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করার সময় তিনি ক্ষমা চান। তিনি সেই সঙ্গেই উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি এই ইস্তফা দিয়েছেন।

তিনি আদালতে জানিয়েছেন, কারোর বিরুদ্ধে তাঁর কোনও ক্ষোভ নেই। তিনি জানিয়েছেন, যদি কাউকে আঘাত দিয়ে থাকি তবে ক্ষমা চাইছি। সেই সময় আদালতে যে আইনজীবীরা উপস্থিত ছিলেন তাঁরা জানিয়েছেন বিচারপতি বলেছেন, তিনি আত্মমর্যাদার বিরুদ্ধে গিয়ে তিনি কোনও কাজ করতে পারবেন না।

প্রসঙ্গত হাইকোর্টের নাগপুর বেঞ্চে বসতেন তিনি। গত বছরে মাওবাদী সংযোগের অভিযোগে প্রফেসর জিএন সাইবাবাকে রেহাই দেওয়া হয়েছিল। সেই বেঞ্চে বিচারপতি রোহিত বি দেও ছিলেন। পরে সুপ্রিম কোর্টে সেটা স্থগিত হয়ে যায়।

২০১৭ সালে তিনি হাইকোর্টের বেঞ্চে এসেছিলেন। বিচারপতি হিসাবে আসার আগে তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন। হাইকোর্টের নাগপুর বেঞ্চের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলও ছিলেন তিনি।

২০২৫ সালে তাঁর অবসরের কথা ছিল। তবে তার আগেই তিনি একেবারে আদালতকক্ষেই নিজের অবসরের কথা ঘোষণা করলেন।