United Nations: ‘অভ্যন্তরীণ বিষয়ে মনোনিবেশ করুন’, পাকিস্তানকে ধমকে দিল ভারত

‘ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলার পরিবর্তে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে মনোনিবেশ করুন।’ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ফের পাকিস্তানকে পরামর্শ দিল ভারত। পাকিস্তান নিরাপত্তা পরিষদের আলোচনা সভায় কাশ্মীর ইস্যু উত্থাপন করে। তবে তাতে বেশি আমল দেয়নি ভারত। উলটে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগী হওয়ার জন্য পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ভারত।বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে পাকিস্তানের কাশ্মীর ইস্যু উপস্থাপনকে অযৌক্তিক বলে মনে হয়েছে ভারতের। 

আরও পড়ুন: ভারত-পাক সম্পর্ক নিয়ে বেফাঁস বিজেপি সাংসদ সানি দেওল, বললেন ‘ঘৃণা ছড়ানো হচ্ছে’

বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রসঙ্ঘে মিশনের কাউন্সেলর আর মধুসূদন বলেন, ‘এই কাউন্সিলের সময়কে সর্বোত্তমভাবে কাজে লাগানোর জন্য আমি পরামর্শ দিচ্ছি। সংশ্লিষ্ট প্রতিনিধিদলকে তাদের অভ্যন্তরীণ বিষয়গুলি মোকাবিলা করা এবং আমার দেশের বিরুদ্ধে অহেতুক অভিযোগ না তুলে তাদের নিজেদের সীমানার মধ্যে শৃঙ্খলা পুনরুদ্ধারের দিকে মনোনিবেশ করে বলেছি।’ উল্লেখ্য, দুর্ভিক্ষ এবং বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিতর্ক চলছিল। সেই সময় পাকিস্তানের প্রতিনিধি কাশ্মীর ইস্যু উত্থাপন করে। তার প্রেক্ষিতেই এই প্রতিক্রিয়া ভারতের প্রতিনিধির।

মধুসূদন বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা দেখেছি যে খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয় থেকে এই কাউন্সিলের মনোযোগ সরানোর জন্য একটি প্রতিনিধিদল আবারও এই ফোরামের অপব্যবহার করেছে।’ তিনি তাঁর মন্তব্যে বলেন, একটি প্রতিনিধিদল তাদের এজেন্ডাকে এগিয়ে নিতে জাতিসংঘের বিভিন্ন প্ল্যাটফর্মকে ব্যবহার করতে চায়ছে।

তিনি জোর দিয়েছিলেন যে ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপস করা যাবে না। তিনি বলেন,‘ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা আলোচনাযোগ্য নয়। মধুসূদন মনে করেন, নিজেদের বেআইনি লক্ষ্যগুলিকে এগিয়ে নিতে যারা সন্ত্রাসবাদের আশ্রয় নেয় তাদের সঙ্গে আরও তর্ক বা বিতর্কে জড়ানো অপ্রয়োজনীয়। তিনি পাকিস্তানকে অভ্যন্তরীণ বিষয়গুলি মোকাবেলা করার এবং নিজের সীমানার মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘আমার দেশের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগে লিপ্ত হওয়ার পরিবর্তে নিজদের দেশ নিয়ে ভাবুন।’ 

প্রসঙ্গত, এর আগেও মার্চ মাসে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের আলোচনা সভায় পাকিস্তানের তীব্র সমালোচনা করেছিল ভারত। নারী, শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনার সময় পাকিস্তান কাশ্মীর ইস্যু তুলেছিল। যাকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছিলেন ভারতের রাষ্ট্রসঙ্ঘের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ।