Vande Bharat Express halted by Rail Blockade: বিক্ষোভের জেরে নলহাটিতে ঘণ্টার পর ঘণ্টা আটকে বন্দে ভারত, থমকে আরও ট্রেন

বীরভূমের মুরারাই স্টেশনে নিত্যযাত্রীদের বিক্ষোভের জেরে প্রায় আড়াই ঘণ্টা ধরে আটকে রয়েছে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। এছাড়াও অন্তত তিনটি দূরপাল্লার ট্রেনও এই বিক্ষোভের জেরে আটকে পড়েছে বলে জানা গিয়েছে। ‘হোয়ের ইজ মাই ট্রেন’ অ্যাপের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৫২ মিনিট থেকে বীরভূমের নলহাটি স্টেশনে দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস। শেষ পাওয়া খবর পর্যন্ত সকাল ১১টা ৩০ মিনিটেও ট্রেনটি ছাড়েনি। জানা গিয়েছে, নিত্যযাত্রীদের একটি সংগঠন এই রেল অবরোধের নেপথ্যে আছে। সংগঠনটির নাম – মুরারই নাগরিক কমিটি। বিভিন্ন ট্রেনের স্টপেজ বৃদ্ধি সহ একাধিক দাবিতে এই রেল অবরোধ চলছে। কমিটির অন্তত শতাধিক সদস্য সকাল ৭টার কিছু পর থেকেই অবরোধে বসেন।

রিপোর্ট অনুযায়ী, মুরারই স্টেশনে আটকে কাঞ্চনজঙ্ঘা, গণদেবতা, সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার এবং নলহাটি স্টেশনে আটকে পড়েছে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। এছাড়াও আরও একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়েছে এই অবরোধের জেরে। অবরোধকারীদের অভিযোগ, কোভিডকাল থেকেই বেশ কিছু ট্রেন আর মুরারাই স্টেশনে দাঁড়াচ্ছে না। এতে অসুবিধায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। এই নিয়ে রেলকে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি। সেই ট্রেনগুলির স্টপেজ বৃদ্ধি করা হয়নি। এই আবহে আজকে ছুটির দিনে রেললাইন অবরোধ করে বসে পড়েছেন নিত্যযাত্রীরা।

এদিকে বিক্ষোভ সরানোর জন্য ঘটনাস্থলে গিয়ে পাঁছায় রেল পুলিশ। তবে এখনও পর্যন্ত সেই অবরোধ সরাতে পারেনি রেল কর্তৃপক্ষ। অবরোধকারীদের দাবি, যতক্ষণ না রেলের তরফে সেই ট্রেনগুলির স্টপেজ বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, ততক্ষণ তারা অবরোধ থেকে সরবেন না। এদিকে নিত্যযাত্রীদের একাংশের বিক্ষোভের জেরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে অন্য রেল যাত্রীদের। এদিকে রেলের বক্তব্য, বাণিজ্যিক দিক থেকেই মুরারাইতে স্টপেজ বন্ধ করা হয়েছিল বেশ কিছু ট্রেনের। তবে আজকের বিক্ষোভের জেরে নাগরিক কমিটির দাবি বিবেচনা করা হবে জানিয়েছে রেল। তবে তাতে বরফ গলছে না। প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত অবরোধ তোলা হবে না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।