Vijayvargiya in Controversy: ‘ভারতের বিরুদ্ধে যাঁরা কথা বলেন তাঁদের প্রাণ কাড়তে পিছপা হব না’, বিতর্কে কৈলাস বিজয়বর্গীয়

মন্তব্যের জেরে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, যাঁরা ভারতের পক্ষে থাকবেন, তাঁদের ‘ভাই’ হিসাবে দেখা হবে, আর যাঁরা ভারতের বিরুদ্ধে কথা বলবেন, তাঁদের জীবন কেড়ে নিতেও পিছপা হওয়া হবে না। বিজেপি নেতার এহেন মন্তব্যে নতুন করে রাজনীতির অলিন্দে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে।

মধ্যপ্রদেশের বাংরোটে একটি জনসভায় বক্তব্য রাখছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এহেন মন্তব্যে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। ওই জনসভায় বিজেপির প্রথম সারির এই নেতা বলেন, ‘ আমরা কারো প্রতিপক্ষ নই। যাঁরা ‘ভারত মাতা কি জয়’ বলেন তাঁরা সবাই আমাদের ভাই এবং আমরা তাঁদের জন্য জীবন দিতে পারি। কিন্তু যাঁরা ভারত মাতার বিরুদ্ধে কথা বলবেন, আমরা তাঁদের প্রাণ কেড়ে নেওয়া থেকেও পিছপা হব না।’ শনিবারের ওই সভা থেকে বিজয়বর্গীয় কংগ্রেসকে একহাত নেন। তিনি বলেন, কংগ্রেস বহুদিন ধরে কটাক্ষ করেছে, কবে রামমন্দির তৈরি হবে, প্রশ্ন তুলে। এরপরই তিনি তুলে ধরেন বিজেপি সরকারের আমলে অযোধ্যায় রামমন্দির গঠনের কথা। বিজয়বর্গীয় বলেন, যাঁরা শ্রীরামচন্দ্রকে কাল্পনিক বলে মনে করেন ,তাঁরা যেন জানুয়ারি মাসে অযোধ্যায় যান। সেখানে জানুয়ারি মাসে বিশালাকার রামমন্দিরের উদ্বোধন হবে। বিজেপির এই নেতা বলেন, ‘যাঁরা তর্ক করেন এই বলে যে, ভগবান রাম একজন কাল্পনিক ব্যক্তিত্ব তাঁদের অবশ্যই জানুয়ারিতে অযোধ্যায় যেতে হবে, যখন মহান মন্দিরটি পবিত্র করা হবে, তাঁদের পাপ থেকে নিজেকে পরিষ্কার করার জন্য।’

এছাড়াও কাশ্মীর প্রসঙ্গ নিয়ে মন্তব্য করেন বিজেপির সাধারণ সম্পাদক। কাশ্মীরে শান্ত পরিস্থিতির জন্য তিনি কেন্দ্রীয় সরকারকে সাধুবাদ জানান। এদিকে, শুধু এইবার প্রথমই নয় যে, বিজেপি নেতা এমন কথা বলছেন। এর আগেও বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় নিজের বক্তব্যে একাধিক বিতর্ককে ডেকে এনেছেন। সদ্য তিনি মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করেন। কৈলাস বিজয়বর্গীয় বলেন,’রাতে যখন আমি বাইরে বের হই তখন প্রায়ই দেখি যুবক যুবতীরা মত্ত অবস্থায় রয়েছে। তখন আমার মনে হয় তাঁদের ভদ্রতা সভ্যতা শিখিয়ে পাঁচ-সাতটা কষিয়ে থাপ্পড় মেরে দিই। মেয়েরা এত নোংরা জামাকাপড় পরে সে তো আর বলারই নয়। আমরা মহিলাদের দেবীর চোখে দেখি। কিন্তু সেই দেবীত্বর ছিঁটেফোঁটা নেই তাঁদের মধ্যে। ওঁরা শূর্পণখার মতো।’ সেই ঘটনার পর এই নয়া মন্তব্য করেছেন বিজয়বর্গীয়।