‘‌ইডির সৎসাহস নেই স্পষ্টভাবে অভিযোগ করার’‌, বিদেশের মাটি থেকে চ্যালেঞ্জ অভিষেকের

সম্প্রতি ইডি’‌কে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট বলেছিল, অনুমানের ভিত্তিতে কখনও মামলা করা যায় না। বরং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ বেড়েছে। তিনি বিদেশে যেতে পেরেছেন। কোনও কিছুতেই তাঁকে আটকাতে পারেনি ইডি–সিবিআই। এবার বিদেশের মাটি থেকে ইডিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ, সোমবার একটি টুইট করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানেই তিনি এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। রাজনৈতিক স্বার্থে ইডি–কে ব্যবহার করার অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

এদিকে আগামীকাল মঙ্গলবার আমেরিকায় চোখে অস্ত্রোপচার হওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগে আজ সোমবার টুইট করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। আবার খোঁচাও দিয়েছেন। তিনি টুইটে লেখেন, ‘সত্য সর্ব শক্তিমান, সত্যেরই জয় হবে। অভিষেক কটাক্ষ করেছেন, দেশের প্রতি এই সংস্থার যে দায়িত্ব রয়েছে সেটা সঠিকভাবে পালন করছেন না তদন্তকারীরা। ইডি পুরোপুরি রাজনৈতিক মদতপুষ্ট হয়ে চলছে। বাংলার বিরোধী দল বিজেপির সঙ্গে ইডি’‌রও সৎসাহস নেই স্পষ্টভাবে কোনও অভিযোগ করার।’‌ এই টুইটের পর শোরগোল পড়লেও বিজেপির পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।

আর কী লিখেছেন অভিষেক?‌ কয়েকদিন আগে অভিষেকের মামলায় দু’বার আদালতে অস্বস্তিতে পড়েছিল ইডি। কারণ অভিষেকের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা নিয়ে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। এমনকী ইডিকে স্পষ্ট নির্দেশ দিয়েছে, লুক আউট নোটিশ প্রত্যাহার করতে হবে। আবার কলকাতা হাইকোর্টে ইডিকে ভর্ৎসনা করে বিচারপতি বলেন, ‘‌স্রেফ অনুমানের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কীভাবে মামলা করল কেন্দ্রীয় এজেন্সি।’‌ কয়লা পাচার নিয়ে ইডির তলবের মুখে পড়তে হয়েছে তাঁকে। স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও কুন্তল ঘোষের একটি চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে তলব করা হয়েছিল। তারপর এই টুইট বেশ সাড়া ফেলে দিয়েছে রাজ্য–রাজনীতিতে।

আরও পড়ুন:‌ পুলিশের গাড়ি থেকে নদীতে ঝাঁপ যুবকের, মুর্শিদাবাদের ঘটনায় ফের কাঠগড়ায় পুলিশ

অভিষেক টুইটে কেমন খোঁচা দিলেন?‌ একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ইডি–সিবিআই বিজেপি নেতাদের কথায় চলে। এবার অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে যখন কটাক্ষ করা হচ্ছিল তখন সেখানে দাঁড়িয়ে অভিষেকের এই টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। টুইটে ইডিকে খোঁচা দিয়ে অভিষেক লেখেন, ‘‌এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে এত অকর্মণ্য লোক বসে আছে যে দেখে করুণা হচ্ছে। সপ্তাহে দু’বার আমার বিরুদ্ধে গল্প সাজানো ছাড়া ওদের কোনও কাজ নেই। আর তা করছে শুধু ওদের রাজনৈতিক প্রভুকে খুশি করার জন্য। জনগণের টাকায় ওরা বছরের পর বছর তদন্ত করে যাচ্ছে। অথচ কোনও তথ্য প্রমাণ আদালতে পেশ করতে পারেনি। ইডি বা বাংলার বিজেপি নেতাদের আমার বিরুদ্ধে পরিষ্কার করে কোনও অভিযোগ তোলার সাহস নেই।’‌