Accident: পাহাড়ের উপর থেকে জলে পড়ে গেল গাড়ি, বাবা -মেয়ে ভেতরে, কী হল তারপর, দেখুন সেই মুহূর্তের Video

একেবারে মর্মান্তিক ঘটনা। একটি পরিবার মধ্য়প্রদেশের সিমরোলের কাছে পিকনিক করতে গিয়েছিলেন। সেখানে গাড়ি নিয়ে গিয়েছিলেন তারা। রবিবার সন্ধ্যার ঘটনা। আচমকাই তাদের গাড়িটি সোজা নীচের জলাশয়ে গিয়ে পড়ে যায়। এদিকে ঘটনার সময় ১২ বছরের একটি মেয়ে ও তার বাবা গাড়ির মধ্য়েই ছিলেন। তাদেরকে নিয়েই গাড়িটি জলে পড়ে যায়। দ্রুত অন্য়ান্যরা তাদের উদ্ধার করেন। তাদেরকে এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাদের শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল।

তবে অল্পের জন্য তারা বড় রক্ষা পেয়েছেন। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সামনে এসেছে। সেই ভিডিয়ো একেবারে হাড়হিম করা। সেখানে দেখা যাচ্ছে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর একটি লাল রঙের গাড়ি জলাশয়ের ধারে একটু উঁচুতে দাঁড়িয়ে রয়েছে। আচমকাই গাড়িটি পেছন দিকে হ্রদের ভেতর পড়ে যায়।

 

এরপরই তুমুল চিৎকার শুরু হয়ে যায়। তবে কয়েকজন ওই জলাশয়ের অপর প্রান্ত থেকে ভিডিয়ো করছিলেন। তারা বিষয়টি দেখতে পান। আতঙ্কে চিৎকার শুরু করে দেন কয়েকজন। তবে শেষ পর্যন্ত কয়েকজন ওই জলাশয়ে ঝাঁপ দেন। সেখান থেকে তাদের উদ্ধার করা হয়। জলাশয়ের অপর প্রান্ত থেকেও কয়েকজন দ্রুত জলে ঝাঁপ দেন। তবে আপাতভাবে মনে হচ্ছে ওই পাড়ের দিকে বেশি জল নেই। সেকারণে বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান তারা। তবে জল বেশি থাকলে তলিয়ে যেতে পারত গাড়িটি। গাড়িতে জল ঢুকে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তবে তার আগেই রক্ষা পেয়েছেন তারা।

তবে এর আগে ইন্দোরের পাতালপানি এলাকায় একটি গাড়ি জলের স্রোতে ভেসে গিয়েছিল। পুলিশ বার বারই অনুরোধ করে যাতে এই বর্ষার সময় ঝুঁকি পূর্ণ জায়গায় কেউ পিকনিক করতে না যান। যাতে সুরক্ষা বজায় রাখা হয়। তবে তারপরেও কেন মানুষের হুঁশ ফেরে না সেটাই প্রশ্নের। অল্পের জন্য় রক্ষা পেলেন বাবা ও মেয়ে। তবে তাদের বড় দুর্ঘটনা হয়ে যেতে পারত।