Ind Vs WI 2nd T20: Hardik Pandya Says Batting Performance Not Satisfactory After Losing Match Against West Indies

গায়ানা: টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে হেরে গিয়েছে ভারত (Ind vs WI)। গায়ানায় দ্বিতীয় ম্যাচে লড়াই করলেও ২ উইকেটে পরাস্ত ভারত।

ম্যাচ হেরে ব্যাটিং নিয়ে তোপ দাগলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। বলেছেন, ‘আমাদের ব্যাটিং পারফরম্যান্স মোটেই সন্তোষজনক ছিল না। পিচ মন্থর ছিল আর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছি। ১৬০-এর বেশি রান তোলার মতো ব্যাটিং করিনি।’

নিকোলাস পুরানের আগ্রাসী ব্যাটিং যে তাঁর পরিকল্পনাকে ধাক্কা দিয়েছিল, জানিয়েছেন হার্দিক। বলেছেন, ‘পুরান যেভাবে ব্যাট করছিল তাতে স্পিনারদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা যাচ্ছিল না। ওর বিরুদ্ধে বল বাইরের দিকে নিয়ে যাওয়া হোক বা ভেতরে ঢোকানো হোক, কিছুতেই আটকানো যাচ্ছিল না। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২/২ হয়ে যাওয়ার পরেও যেভাবে ব্যাটিং করেছে ও, অভাবনীয়।’ 

রবিবার গায়ানায় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তিলক বর্মার দাপুটে ইনিংসে ভর করে ভারতীয় দল ১৫২/৭ রান স্কোরবোর্ডে তুলেছিল।

 

তবে নিকোলাস পুরানের বিধ্বংসী ৬৭ রানের ইনিংস এবং আকিল হোসেনের লড়াকু ১৬ রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ় সাত বল বাকি থাকতেই দুই উইকেটে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে নেয়। হার্দিক পাণ্ড্য তিন উইকেট এবং যুজবেন্দ্র চাহাল ১৬তম ওভারে দুই উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন বটে, তবে বিফলে গেল সেই প্রচেষ্টা। পাঁচ ম্য়াচের সিরিজে ২-০ পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়া। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে পরের দুই ম্যাচ জিততেই হবে ভারতকে। একমাত্র তাহলেই শেষ ম্যাচ পর্যন্ত সিরিজের ফয়সালা আটকে রাখা সম্ভব হবে।

রবিবারের ম্যাচে তিলক অর্ধশতরান করেই এক বিশেষ রকমের নাচের মাধ্যমে তা উদযাপন করেন। ম্যাচ শেষে তিনি জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) মেয়ে সামাইরাকে তিনি নিজের প্রথম আন্তর্জাতিক শতরান বা অর্ধশতরান করার পর এইভাবে তা উদযাপন করবেন বলে কথা দিয়েছিলেন। সেইমতোই কথা রাখলেন তিনি। তিলক বলেন, ‘আমি আর স্যামি, রোহিত ভাইয়ের মেয়ে, আমদের সম্পর্ক খুবই মিষ্টিমধুর। আমরা সবসময়ই এমন মজার ছলে নাচ করি। ওকে কথা দিয়েছিলাম প্রথম শতরান বা অর্ধশতরানের পর এমনভাবেই তা উদযাপন করব। ওর জন্যই এই সেলিব্রেশনটা করেছি।’

আরও পড়ুন: Rahul Dravid: ক্রিকেটের কিংবদন্তি, সময় পেলেই বসে যান জয়-বীরু-গব্বরের শোলে দেখতে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial