Kolkata Airport: ‘আমার ব্যাগে বোমা আছে’, কলকাতা এয়ারপোর্টে হঠাৎ বলে বসলেন মহিলা

দিন দুয়েক আগেই পুনের লোহেগাঁও বিমানবন্দরে এক বৃদ্ধা যাত্রী সারা শরীরে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে ছিলেন। এবার বোমার আতঙ্ক ছড়াল দমদম বিমানবন্দরে। এক মহিলা যাত্রী দাবি করেন, তাঁর ব্যাগে বোমা রয়েছে। এই ঘটনা জেরে দমদম বিমানবন্দরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। প্রসঙ্গত, সামনে স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে প্রতিবারের মতো এবারও দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। রবিবার মহিলা যাত্রীর এই মন্তব্যের জেরে কলকাতা থেকে বাগডোগরাগামী বিমান প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে ছাড়ে। 

আরও পড়ুন: আমার গায়ে বোমা লাগানো আছে, এয়ারপোর্টে সিকিউরিটি চেকের সময় বলে উঠলেন বৃদ্ধা

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা যাত্রীর কলকাতা থেকে বাগডোগরা যাওয়ার কথা ছিল। স্পাইসজেট বিমানে করে বাগডোগরা যাওয়ার জন্য ওই মহিলা বাচ্চাদের সঙ্গে নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। এদিন দুপুর ১২ টা ৫৫ মিনিট নাগাদ উড়ান শুরু করার কথা ছিল। তবে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার হওয়ায় বিমান দেরিতে ছাড়ে। জানা গিয়েছে, মহিলা বিমানের সিঁড়ির সামনে পৌঁছনোর পর উড়ান সংস্থার কর্মীরা মহিলা যাত্রীর হাত ব্যাগ তল্লাশি করতে চান। তাতে বিরক্তি হয়ে যান ওই মহিলা এবং বিদ্রুপের সঙ্গে তিনি বলেন, ‘ভালো করে দেখুন আমার ব্যাগে বোমা আছে।’ যদিও উড়ান সংস্থার কর্মীরা ব্যাগ তল্লাশি চালিয়ে কোনও বোমা বা বিস্ফোরক কিছু খুঁজে পাননি। পরে ওই মহিলা বিমানে উঠে গিয়ে নিজের আসনে বসে যান। কিন্তু ততক্ষণে খবর পৌঁছে যায় বিমান বন্দরের নিরাপত্তারক্ষীদের কানে। তখন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা কোনও ঝুঁকি না নিয়ে প্রত্যেক যাত্রীর ব্যাগ ভালো করে পরীক্ষা করেন। তারপর উড়ান শুরু করে। যাত্রীদের জানানো হয় নিরাপত্তার কারণে বিমান ছাড়তে দেরি হবে। শেষে দুপুর ২.১৫ টা নাগাদ উড়ান ছাড়ে।  

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, যে যাত্রী এমন মন্তব্য করেছিলেন সিআইএসএফ জওয়ানরা এসে আবারও সেই যাত্রীর ব্যাগ পরীক্ষা করেন। তাছাড়া বিমানের পেটে থাকা তাঁর মালপত্র নামিয়ে ভালো করে পরীক্ষা করা হয়।  মহিলার ব্যাগ চিহ্নিত করে খুলিয়ে ভালো করে তল্লাশির পর নিশ্চিত হয়ে ওই মহিলা যাত্রী সহ উড়ান ছাড়ার অনুমতি দেওয়া হয়। উল্লেখ্য, একইভাবে পুনের লোহেগাঁও বিমানবন্দরে এক বৃদ্ধা যাত্রী দাবি করেছিলেন, তাঁর সারা শরীরে বোমা রয়েছে। তার জেরে আতঙ্ক ছড়িয়েছিল অন্যান্য যাত্রীদের মধ্যে। বৃদ্ধার শরীরে তল্লাশি চালানোর পরেও কোনও বিস্ফোরক বা বোমা পাওয়া যায়নি। শেষে মহিলাকে আটক করে পুলিশ।