Murshidabad News: নওদার অপহৃত প্রার্থীরা কোথায়? খুঁজে বের করার জন্য পুলিশকে নির্দেশ হাইকোর্টের

পঞ্চায়েত ভোট মিটে গিয়েছে।তবে সেই ভোটের রেশ মেটেনি এখনও। গত কয়েকদিন ধরেই বার বার নওদার কথা নিয়ে আলোচনা হয়েছে পুরোদমে। তবে এবার কলকাতা হাইকোর্টে স্বস্তি পেল কংগ্রেস ও আরএসপি। কলকাতা হাইকোর্টের নির্দেশ, মুর্শিদাবাদের নওদার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস ও আরএসপির যে তিনজন প্রার্থীকে অপহরণ করা হয়েছে বলে বলা হচ্ছে তাদের খুঁজে বের করতে হবে। পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে তাদের খুঁজে বের করতে হবে। পুলিশকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে খুঁজে বের করে বিডিও অফিসে হাজির করানোর নির্দেশ দিয়েছে আদালত। কার্যত কড়া নির্দেশ বিচারপতির। সেই সঙ্গেই প্রার্থীদের পরিবারের সুরক্ষার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে ।

এদিকে এনিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেই চিঠি দিয়েছিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, ভয় ভীতি আর হুমকির মুখে পড়ে কংগ্রেসের প্রার্থীরা তৃণমূলে যোগ দিতে বাধ্য হচ্ছেন।

এদিকে অভিযোগ ওঠে বোর্ড গঠনের সময় যাতে কংগ্রেস ও আরএসপির প্রার্থীরা উপস্থিত হতে না পারে সেকারণে নানা ছক সাজাচ্ছে তৃণমূল। এনিয়ে গত ৩ অগস্ট বহরমপুরের একটি হোটেল থেকে কংগ্রেস ও আরএসপির ১৩জন বিজয়ী প্রার্থীর মধ্য়ে তিনজনকে অপহরণ করা হয়েছিল বলেছিল অভিযোগ। আর সেই অভিযোগ ওঠে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। তবে এনিয়ে আদালতে গিয়েছিলেন বিরোধীরা। তবে সেখানে অবশ্য বড় সুরাহা পেলেন তাঁরা। এবার পুলিশ তাদের খুঁজে বের করতে পারে কি না সেটাই দেখার। আপাতত পরিবারের সুরক্ষার ক্ষেত্রে আদালত যে নির্দেশ দিয়েছে তাতে খুশি তাঁরা।