Rahul Gandhi in Parliament: চার মাস পরে সংসদে পা রাখলেন রাহুল, মুলতুবি হল অধিবেশন

দীর্ঘদিন ফর সাংসদ পদ ফিরে পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই আবহে আজ তিনি সংসদে পা রাখলেন। তবে তাঁর সংসদে আগমনের দিন শুরুতেই মুলতুবি করে দেওয়া হয় সংসদের অধিবেশন। দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করা হয় অধিবেশন। এদিকে রাহুল আজ সাংসদ পদ ফিরে পাওয়ার পরেই একে অপরকে মিষ্টিমুখ করালেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদরা। মল্লিকার্জুন খাড়গের ঘরে অধীর চৌধুরী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, জয়রাম রমেশরা সংসদে উচ্ছ্বাস প্রকাশ করেন। এদিকে রাহুল গান্ধী সংসদে এসে পৌঁছনোর অনেক আগে থেকেই সংসদের গেটে পৌঁছে গিয়েছিলেন অধীর চৌধুরীরা। রাহুলকে স্বাগত জানাতেই সেখানে পৌঁছে যান সবাই। এদিকে আজ সংসদে আসেন রাহুলের মা তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধীও।

প্রসঙ্গত, লোকসভার সচিবালয়ের বিজ্ঞপ্তির পর আজই নিজের সাংসদ পদ ফিরে পেলেন কংগ্রেস নেতা রাহুল গন্ধী। ‘মোদী’ পদবি মামলায় গত সপ্তাহেই সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছিলেন রাহুল। এই আবহে রাহুলের সংসদ পদ ফিরে পাওয়া নিয়ে আশাবাদী ছিল কংগ্রেস। এর আগে এই মামলায় রাহুলকে দুই বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল গুজরাটের নিম্ন আদালত। সেই রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই আবহে সবারই নজর ছিল লোকসভার স্পিকারের দিকে। উল্লেখ্য, নিম্ন আদালতের শাস্তির ফলে রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছিল। এর আগে শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছিল, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কী কারণে রাহুলকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছিল, সেটার কোনও কারণ ব্যাখ্যা করেননি গুজরাটের নিম্ন আদালতের বিচারক। এই আবহে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শাস্তির উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ এপ্রিল কর্ণাটকের কোলারে একটি নির্বাচনী প্রচারে রাহুল বলেছিলেন, ‘কীভাবে সব চোরেদের পদবি মোদী হতে পারে?’ যে ঘটনার প্রেক্ষিতে ২০১৯ সালে রাহুলের বিরুদ্ধে ফৌজদারি মানহানি মামলা দায়ের করেছিলেন গুজরাটের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদী। তাঁর দাবি ছিল যে মোদী পদবির সমস্ত মানুষকে অপমান করেছেন রাহুল। যদিও বরাবর রাহুল দাবি করে এসেছেন, কোনও সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে সেই মন্তব্য করেননি তিনি। এদিকে নিম্ন আদালতের তরফে রাহুলকে ক্ষমতা চাইতে বলা হয়েছিল। রাহুল অবশ্য ক্ষমা চাননি। তার প্রেক্ষিতেই রাহুলকে সর্বোচ্চ ২ বছরের সাজা শোনানো হয়েছিল। এদিকে শীর্ষ আদালত এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে রাহুলকে।