Bangla Jokes Collection: মেঘলা দিনে মনখারাপ নাকি? তাহলে অবশ্যই পড়ুন দিনের সেরা ৫ জোকস, দিলখুশ হবেই

১। ডাক্তার: চিন্তার কিছু নেই। আপনার কাকার অসুখটা আসলে মানসিক। উনি মনে করেন উনি অসুস্থ, আসলে তা নয়।

কিছুদিন পর রোগীর খবর নিতে ফোন করলেন ডাক্তার।

ডাক্তার: কী অবস্থা আপনার কাকার?

রোগীর আত্মীয়: খুবই খারাপ! আপনি কিছু একটা করুন ডাক্তারবাবু।  উনি মনে করেন, উনি মারা গিয়েছেন!

(আরও পড়ুন: দমফাটা হাসি হাসতেই হবে! পড়ুন দিনের সেরা ৫ জোকস, পাঠিয়ে দিন অন্যদেরও)

২। তরুণ কবি: কিছু দুর্দান্ত কবিতা লিখে এনেছি। একটা বই যদি প্রকাশ করতেন।

প্রকাশক: বিয়ে করেছেন?

কবি: না।

প্রকাশক: বিয়ে করে তার পরে আসবেন।

কবি: কেন?

প্রকাশক: আপনার বইয়ের অন্তত একজন পাঠক তো চাই।

(আরও পড়ুন: বৃষ্টিভেজা দিন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, মেঘলা দিনে মন থাকুক ঝলমলে)

৩। শিক্ষক: ছোটন, বল তো দেখি আমার এক হাতে ১০টা আপেল, অন্য হাতে আটটা আপেল, তাহলে আমার কী আছে?

ছোটন: স্যর, আপনার অনেক বড় হাত আছে!

(আরও পড়ুন: সপ্তাহের শেষ এসেই গেল! এবার কাজ ভুলে একটু হাসুন, পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৪। বিচারক: তুমি বলছ তুমি ক্ষুধার্ত ছিলে বলে হোটেল থেকে ক্যাশ ডাকাতি করেছ। কিন্তু হোটেলের খাবার ডাকাতি করাটাই স্বাভাবিক ছিল না?

ডাকাত: খেয়ে পয়সা না দেওয়াটা আমার জন্য অপমানজনক … মহামান্য আদালত।

(আরও পড়ুন: আজ বন্ধুত্ব দিবস! তাই বন্ধুত্ব নিয়ে সেরা ৫ জোকস তো সকাল সকাল পড়তেই হবে)

৫। ক’দিন হল রাতের বেলা ভোলার খেতের ধান খেয়ে যাচ্ছে পাশের বাড়ির নিতাইয়ের গরু। কিছু বললে নিতাইয়ের এক উত্তর, অবলা গরু!

অবশেষে একদিন শোনা গেল, ভোলাও গরু কিনেছে। আর পর দিনই রাতের আঁধারে নিতাইয়ের মাঠ পুরো সাফ করে দিল ভোলার গরু। নিতাই এল ভোলার বাড়ি।

নিতাই: ও ভোলা, ফসলের দাম দে।

ভোলা: অবলা গরু!

নিতাই: বটে! গরু কেনার টাকা পেলি কোথা থেকে?

ভোলা: কেন? তোমার ফসল বেচে।

নিতাই: তবে গরু খেল কী?

ভোলা: সেই টাকার খোল আর ভুসি।

নিতাই: তাহলে আমার ফসল?

ভোলা: সে আর আমি কী জানি? জানে কেবল তোমার গরু আর আমার গরু। ছেড়ে দাও ওদের কথা। হাজার হোক অবলা!