Buddhadeb Bhattacharya: ঘরে বসবে চিকিৎসার সব যন্ত্র, প্রিয় বন্ধুদের বিদায় জানাতে হচ্ছে বুদ্ধদেবকে

চিকিৎসার প্রয়োজনে রদবদল করতে হচ্ছে তাঁর ঘরের আসবাবসজ্জায়। আর তার জেরেই নিজের সব চেয়ে প্রিয় সঙ্গীকে হারাতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ছোট্ট ঘরটি ভরা বইয়ের তাক সরিয়ে ফেলে সেখানে বসবে চিকিৎসার যন্ত্রাংশ। সেই সাজসজ্জা যতদিন না সম্পূর্ণ হচ্ছে ততদিন হাসপাতালেই থাকবেন বুদ্ধবাবু।

মঙ্গলবার চিকিৎসকরা জানান, বুদ্ধদেব ভট্টাচার্য স্থিতিশীল ও ভালো আছেন। হাসপাতালের ঘরের ভিতরে নিজেই হেঁটে বেড়াচ্ছেন। কথা বলছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পরিজনদের সাথে। তবে তাঁর রাইলস টিউবটি এখনো খোলা যায়নি। অ্যান্টিবায়োটিক বন্ধের ২ দিন পরেও বুদ্ধবাবুর হৃদযন্ত্রে নতুন করে সংক্রমণ দেখা যায়নি।

মঙ্গলবার বুদ্ধবাবুর সঙ্গে দেখা করতে হাসপাতালে যান সিপিএম নেতা চিকিৎসক সূর্যকান্ত মিশ্র। বেরিয়ে তিনি বলেন, ‘বুদ্ধদা ভালো আছেন। ওনার বাড়ি যেতে বাধা নেই। তবে ওনার ঘরে কিছু রদবদল প্রয়োজন। ওনাই বইগুলোকে ঘর থেকে সরাতে হচ্ছে। তবে বুদ্ধদাকে বলেছি, প্রয়োজন মতো বই আপনি পাবেন।’

চিকিৎসকরা জানিয়েছেন, বুদ্ধবাবুর ফিজিওথেরাপি চলছে। সঙ্গে চলবে সোয়ালো থেরাপি। বুদ্ধবাবুর শুশ্রুষায় তাঁর ঘরে সারাক্ষণ থাকবেন একজন নার্স। সঙ্গে থাকবে বাইপ্যাপ যন্ত্র, একটি অক্সিজেন কনসেন্ট্রেটর ও একটি নেবুলাইজার। থাকবে একটি বেডসাইড মনিটর। এসব যন্ত্রকে জায়গা করে দিতেই প্রিয় বন্ধুকে আপাতত ঘর থেকে বিদায় জানাতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

গত ২৯ জুলাই ফুসফুসে সংক্রমণ নিয়ে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎকদের তৎপরতায় তার পর থেকে লাগাতার উন্নতি হয়েছে তাঁর শারীরিক অবস্থার। বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দিতে পারেন চিকিৎসকরা।