Delhi service bill passed: রাজ্যসভায় পাশ হল দিল্লি পরিষেবা বিল, সপক্ষে ১৩১ এর সমর্থন পেল কেন্দ্র

রাজ্যসভায় পাশ হয়ে গেল দিল্লি পরিষেবা বিল। ‘গভর্নমেন্ট অফ ন্যাশনাল টেরিটোরি অফ দিল্লি বিল ২০২৩’ সোমবার পাশ হয় রাজ্যসভায়। বিলের সপক্ষে পড়েছে ১৩১ টি ভোট ও বিলের বিপক্ষে পড়েছে  ১০২ টি ভোট। ফলে স্বভাবতই রাজ্যসভায় বিরোধী শক্তি দুর্বল হয়ে পড়ে এই বিল রোখার ক্ষেত্রে। গত ৩ অগস্ট লোকসভায় পাশ হয় এই বিল। এরপর রাজ্যসভায় এই বিল পাশ হল। উল্লেখ্য, এই বিল ঘিরে বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে বহুদিন ধরে ছিল সংঘাত।

অমিত শাহ বলেন, সুপ্রিম কোর্টের রাকে লঙ্ঘন করবে না এই বিল। শাহ বলেন, বিলটি দেশের রাজধানীতে আরও বেশি কার্যকর, দুর্নীতিমুক্ত শাসনের লক্ষ্যে আনা হয়েছে। সোমবার রাজ্যসভায় এই বিল নিয়ে ক্রমাগত বিরোধীদের খোঁচা দিতে থাকেন অমিত শাহ। তিনি বলেন, ‘কিছু লোক বলেছিলেন যে কেন্দ্র তার হাতে ক্ষমতা নিতে চায়। ভারতের জনগণ আমাদের ক্ষমতা এবং অধিকার দিয়েছে, আর তাই কেন্দ্রের তা করার দরকার নেই।’ এরই সঙ্গে কংগ্রেসকে তিনি ‘ইমার্জেন্সি’ ইস্যুতে খোঁচা দেন। অমিত শাহ বলেন, এই বিলে ‘ইমার্জেন্সি’ লাগু করার মতো বিষয় নেই যা মানুষের অধিকার কেড়ে নেবে। সংসদের কক্ষকে আশ্বস্ত করার সুরে অমিত শাহ বলেন, যে কংগ্রেস শাসনের সময় থেকে প্রচলিত ব্যবস্থার অবস্থার পরিবর্তন করার এমন একটি বিধানও নেই।

এরই সঙ্গে আম আদমি পার্টিকে খোঁচা দিয়ে অমিত শাহ বলেন, পরের বার যখন আপনার দিল্লিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুধু মনে রাখবেন এটি একটি রাজ্য নয়, একটি কেন্দ্রশাসিত অঞ্চল। শাহ বলেন,’আপনি যদি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন তবে আপনাকে এমপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে এমএলএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না।’ কেন্দ্রীয় অধ্যাদেশের সমর্থনে একাধিক বক্তব্য রাখেন অমিত শাহ। তিনি বলেন, ‘ আম আদমি পার্টি সম্পূর্ণ রাজ্যের ক্ষমতা ভোগ করতে চায় এবং এই কারণেই তারা বিলের বিরোধিতা করছে। কিন্তু কেউ তাদের এই সমস্যার সমাধান করতে পারবে না।’ এদিকে, দিল্লি পরিষেবা নিয়ন্ত্রণ ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় আম আদমি শাসিত দিল্লি সরকারের দিকে যাওয়ার পর কেন্দ্র একটি অধ্যাদেশ জারি করে। তারপর আসে এই বিল। যা লোকসভায় পাশ হয়েছে। আর সোমবার তা রাজ্যসভায় পাশ হল। 

বিল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন,’যেহেতু সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে যে দিল্লির যে কোনও বিষয়ে আইন পাস করার অধিকার সংসদের রয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই যে পরিষেবাগুলি বিষয়ের বিভাগে পড়ে না!’ কংগ্রেসকে খোঁচা দিয়ে শাহ বলেন, আম আদমি পার্টিকে তুষ্ট করতে আজ কংগ্রেস এই বিলের বিরোধিতাই শুধু নয়, নিজের সরকারের তৈরি আইনেরও বিরোধিতা করছে। অমিত শাহ বলেন, 

 

(বিস্তারিত আসছে)